লক্ষ্য হায়দরাবাদ ম্যাচ, 'গোলের সুযোগ নষ্ট করা চলবে না,' একমত ক্লেইটন-দিমি
Dec 23 2024, 09:14 PM ISTচোট সারিয়ে মাঠে ফিরে গোল পেয়েছেন ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। গোল না পেলেও, ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ভালো পারফরম্যান্স বজায় রাখাই তাঁদের লক্ষ্য।