সংক্ষিপ্ত

প্রথমবার আইএসএল-এ যোগ দিয়ে হেরেই চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ টেবলে সবার শেষে আন্দ্রে চেরনিশভের দল।

আর কবে জয় পাবে মহামেডান স্পোর্টিং ক্লাব? আই লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আইএসএল-এ প্রথমবার যোগ দেওয়ার পর অনেক স্বপ্ন দেখেছিলেন সাদা-কালো সমর্থকরা। কিন্তু এখন রেড রোডের ধারে ক্লাব তাঁবুতে একরাশ শূন্যতা ও হতাশা। গড়ের মাঠের যে তিন প্রধান এবারের আইএসএল-এ খেলছে, তাদের মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্টই সবচেয়ে কম। একসময় লিগ টেবলে সবার শেষে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু এখন ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে লাল-হলুদ। সেখানে ১২ ম্যাচ খেলে ৫ পয়েন্টেই আটকে ব্ল্যাক প্যান্থার্স। হায়দরাবাদ এফসি-ও মহামেডান স্পোর্টিংয়ের উপরে।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লজ্জার হার

রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। প্রথমার্ধ গোলশূন্য থাকায় পয়েন্টের আশা করছিল সাদা-কালো শিবির। কিন্তু ৬২ মিনিটে গোলকিপার ভাস্কর রায়ের অতিরিক্ত আত্মবিশ্বাস দলকে ডুবিয়ে দিল। আদ্রিয়ান লুনার কর্নার কিক গ্রিপ করার বদলে এক হাতে ফিস্ট করতে যান ভাস্কর। বল তাঁর হাতে লেগে জালে জড়িয়ে যায়। এই আত্মঘাতী গোল সাদা-কালো ব্রিগেডের লড়াই শেষ করে দেয়। এরপর ৮০ মিনিটে ব্যবধান বাড়ান সাদাউই। ৯০ মিনিটে তৃতীয় গোল করেন আলেকজান্দ্রে কোয়েফ। ০-৩ হেরে মহামেডান স্পোর্টিংয়ের আত্মবিশ্বাস তলানিতে ঠেকে গেল। এবারের আইএসএল-এ সাদা-কালো ব্রিগেডের সুপার সিক্সে যাওয়ার আশা আর দেখা যাচ্ছে না।

কোচ সরবেন না বরখাস্ত হবেন?

প্রতি ম্যাচের আগেই ঘুরে দাঁড়ানো, লড়াই, আত্মবিশ্বাসের কথা বলছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ। কিন্তু পয়েন্ট আর আসছে না। এই পরিস্থিতিতে তাঁর বিদায় নিশ্চিত। শুধু কবে সেই সময় আসবে, তারই অপেক্ষা। নতুন বছরের আগেই হয়তো রাশিয়ান কোচকে বিদায় জানাতে পারে সাদা-কালো শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'রাখে বিষ্ণু মারে কে?' ইস্পাতের মতো ধারালো পারফরম্যান্সে জামশেদপুর বধ ইস্টবেঙ্গলের

জাতীয় দলের প্রধান কোচের কৌশলের কাছে হার, অ্যাওয়ে ম্যাচে ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হার ১০ জনের মহামেডান স্পোর্টিংয়ের, লিগ টেবলে সবার শেষেই অবস্থান