কালী পুজো ২০২৩ : দেখলে গায়ে কাঁটা দেবে, এই মায়ের পুজোয় আসত বাঘ! ২৫০ বছরের অরণ্যকালী
Nov 11 2023, 03:57 PM ISTউত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ২৫০ বছরের পুরনো কালীপুজো। কথিত, পুজোর দিন মন্দিরের পাশের জঙ্গলে আসতো বাঘ। সুন্দরবনকে বন্যা থেকে বাঁচাতে শুরু হয়েছিল অরণ্যকালীর মন্দিরে শ্যামাপূজো। হাড়োয়ার খলিসাদি গ্রামের এই মায়ের পুজো আজও লোকের মুখে মুখে।