অধিনায়কত্ব হারানোর পর থেকেই বিরাট কোহলির সমর্থনে নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনার ঝড়। বিসিসিআই প্রেসিডেন্টকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা ও করা হয়েছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই বদলে গেল চেহারা। বিরাট কোহলি নয়, এবার দাদার পাশে দাঁড়ালো দেশ। 'নেশন স্ট্যান্ডস উইথ দাদা' ট্যাগে ভরলো টুইটার।