সংক্ষিপ্ত
ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই তুঙ্গে উঠেছে বিরাট কোহলি বনাম বিসিসিআই বিতর্ক। প্রকাশ্যেই সাংবাদিক বৈঠকে এসে বিসিসিআই প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যাচারণের অভিযোগ তুলেছেন বিরাট কোহলি। বোর্ডের তরফেও যথাযথ সময়ে প্রমাণ সামনে আনার কথা বলা হয়েছে। এরই মাঝে বিরাট কোহলি প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেলন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।
একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার পর থেকে তুঙ্গে উঠেছে বিরাট-বিসিসিআই বিতর্কের (Virat Vs BCCI Controversy) তরজা। কখনও বোর্ড নিজের তরফে যুক্তি খাড়া করেছেন তো কখন ও বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি সাংবাদিক বৈঠকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (BCCI President Sourav Ganguly) বিরুদ্ধে মিথ্যাচারণের অভিযোগ ও তুলেছেন বিরাট (Virat Kohli)। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ স্পর্শকাতর হয়ে উঠেছে ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের ঠান্ডার লড়াই। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
উল্লেখ্য, ক্রিকেটার হিসাবে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে প্রায় দীর্ঘদিন ধরেই খোঁড়া লেগে আছে। অধিনায়ক হিসাবে জয়ের রেকর্ড থাকলে ও সেঞ্চুরি আসে নি। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবারের মত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তারপর থেকে চেনা বিরাট কোহলি ছন্দ হারাতে শুরু করেন। এই নিয়ে বারবার প্রশ্নের মুখে ও পড়তে হয়েছে। সম্প্রতি ঘটে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের চূড়ান্ত ব্যর্থতার পরই বিরাট (Virat Kohli) সিদ্ধান্ত নেন একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের ভার নিজের হাতে রাখলেও টি- ২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে কিছুর দায়ভার মুক্ত হবেন তিনি যাতে অনুশীলনে সময়টা খানিক বেশি পাওয়া যায়। সেইসময় থেকেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ডামাডোল শুরু হতে চলেছে। অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় একদিনের ক্রিকেটে ও রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণা করে হয়। আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিরাট বনাম বোর্ডের লড়াই। একাধিক ক্রিকেট প্রাক্তনী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। কেউ বিরাটের পাশে দাঁড়িয়ে সুর ছড়িয়েছেন, কেউ আবার বোর্ড এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তাঁর মতে, বিরাট কোহলির অধিনায়কত্ব হারানোটা কোহলির কেরিয়ারের জন্য একটি ইতিবাচক দিক। তিনি মনে করেছেন, নেতৃত্বের দায়িত্ব বিরাটের কাঁধ থেকে নেমে গেলে ব্যাটার হিসেবে আরও বেশি মনোযোগী হতে পারবেন বিরাট (Virat Kohli)। অধিনায়ক হওয়ার আগে যে বিরাট কোহলিকে (Virat Kohli) সবাই চিনতো হয়তো তাঁকে আবার ফিরে পাওয়া সম্ভব হবে বলে তাঁর ধারণা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন 'আমরা হয়তো আবার দু’বছর আগের বিরাটকে দেখতে পাব। যে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকাত।'
একইসঙ্গে এদিন নতুন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ভূয়সী প্রশংসা করতে শোনা যায় তাকে। তিনি বলেন, একজন ক্রিকেটার যখন অধিনয়কত্বের দায়িত্ব পান তখন দলে তাঁর ভূমিকা অনেকাংশেই বৃদ্ধি পায়। দলের স্ট্র্যাটেজি নির্ধারণ করার পাশাপাশি নিজের পারফরম্যান্স ধরে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রানের রেকর্ড গড়ে এবং পাঁচটি ট্রফি জিতিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে রোহিত। আশা করি, সাদা বলের ক্রিকেটেও উনি পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।'