Malaika Arora -

159 Stories

আইটেম গার্ল হিসেবেই সাফল্য,দীর্ঘ ২৫-এর কেরিয়ারে নায়িকা হিসেবে কেন দেখা মিলল না 'সেক্সবম্ব' মালাইকাকে

Oct 19 2022, 10:50 AM IST
ফ্য়াশন স্টেটমেন্টের জন্য বরাবরই শিরোনামে থাকেন মালাইকা আরোরা। মালাইকা অরোরা বলিউড ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি তার স্টাইল এবং গ্ল্যামারাস লুকের জন্য সকলের কাছে বিখ্যাত। তবে বলিউডের কোনও ছবিতেই এখন আর সেভাবে দেখা যায় না মালাইকাকে। এমনকী দীর্ঘদিন কোনও ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায়নি মাল্লাকে। নায়িরা নন বরং আইটেম গার্ল হিসেবেই রয়ে গেলেন মালাইকা আরোরা। সেই নিয়ে আক্ষেপও রয়েছে মালাইকার। কেন নায়িকা হওয়ার দৌঁড়ে সামিল হলেন না মালাইকা, ফাঁস করলেন নিজেই।