বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে হুইলচেয়ারে বসে বাইরে বেরোন মমতা। তারপর তাঁকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএমের ইউসিএম ভবন থেকে ডেক্সা স্ক্যান করিয়ে বেরোচ্ছিলেন তিনি। সামনেই অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর গাড়ি।
অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে হবে সেই ফ্লুইড। এসএসকেএম-এর ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকের নেতৃত্বে চলছে চিকিৎসা প্রক্রিয়া।
৬ জুলাই তারিখেই আবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ হাঁটু সারিয়ে তোলার জন্য জরুরি অস্ত্রোপচার করতে চলেছেন চিকিৎসকরা।
শুধু ফিজিওথেরাপিতে তাঁর চোটের অবস্থা ভালো হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অস্ত্রোপচার করতে পারেন তাঁরা।
এখনও ব্যথা কমেনি বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। আর কতদিন চিকিৎসাধীন থাকতে হবে তৃণমূল নেত্রীকে?
অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে ইদের নমাজেও উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও সোশ্যাল মিডিয়ায় লিখলেন মমতা।
গোটা ঘটনাকে নির্বাচনের জন্য পরিকল্পিতভাবে মঞ্চস্থ করা হয়েছে বলে দাবি অধীর চৌধুরীর।
সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর তৃণমূলের আঞ্চলিক নেতানেত্রীদের এক জায়গায় এনে সুপরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপা ক্ষোভ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে যাতে একজোট হয়ে কাজ করে যেতে পারেন, সেই উদ্দেশ্যে বার্তা দেন তিনি।
কীভাবে তাঁর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করল এবং তার পর বিমান বাহিনী ক্যাম্পে মুখ্যমন্ত্রী কী কী করেছিলেন, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ইস্টার্ন এয়ার কম্যান্ড।