সংক্ষিপ্ত

সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর তৃণমূলের আঞ্চলিক নেতানেত্রীদের এক জায়গায় এনে সুপরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপা ক্ষোভ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে যাতে একজোট হয়ে কাজ করে যেতে পারেন, সেই উদ্দেশ্যে বার্তা দেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাখির চোখ উত্তরবঙ্গ। এবছর ভোটের প্রচার উত্তর বঙ্গ থেকেই শুরু করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ২৫ জুন, রবিবারেই কোচবিহার পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর ২৭ জুন, মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ক্রান্তির ভাণ্ডানি মাঠে বক্তৃতা রাখলেন তিনি। সাধারণ মানুষদের বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় নেতানেত্রীদেরও একজোট হয়ে কাজ করার জন্য দিলেন কড়া দাওয়াই।

মঙ্গলবার জলপাইগুড়ির জনসভা থেকে শাসন কার্যে স্বচ্ছতা আনার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারে পঞ্চায়েত জেতার পরে আমার দল লক্ষ রাখবে। কেউ যেন কারও কাছে হাত না পাতে। কেন্দ্র সরকারের দ্বারা ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে জোরালো কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী বিভাজন নিয়ে দীর্ঘ দিন ধরে চাপানউতোর চলছে, তা ঠেকাতেও দলীয় নেতাদের উদ্দেশ্যে সুর চড়িয়েছেন দলনেত্রী।

সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর তৃণমূলের আঞ্চলিক নেতানেত্রীদের এক জায়গায় এনে সুপরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপা ক্ষোভ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে যাতে একজোট হয়ে কাজ করে যেতে পারেন, সেই উদ্দেশ্যে বার্তা দেন তিনি। এই জেলায় অনেক নেতা তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে চান, অনেকে আবার দলের মধ্যে নিজের ভিন্ন গোষ্ঠী তৈরি করে ভোটে দাঁড়ানো প্রার্থীর জন্য প্রচারে যেতে চাইছেন না, এইসব খবর পেয়েই এবার শক্ত হাতে হাল ধরেছেন ঘাসফুল সুপ্রিমো। দলের নেতানেত্রীদের উদ্দেশ্যেই তিনি এবার জানিয়ে দিয়েছেন, “সবাই এক সঙ্গে কাজ করবেন। যদি দেখেন কোনও নেতা কাজ করছে না, আমাকে সরাসরি বলে দেবেন, আমি দেখে নেব।”

বলা বাহুল্য, সরাসরি শাসক প্রধানের কাছ থেকে এই হুঁশিয়ারি আসায় তৃণমূলের টিকিট না পাওয়া অভিমানী নেতানেত্রীদের এবার টনক নড়বে বলেই মনে করছেন রাজনীতিবিদরা।

আরও পড়ুন-

Mamata Banerjee: সামনে এল ছবি! কীভাবে জরুরি অবতরণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, কীভাবে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী?
Waterlogging in Kolkata: রাতভর বৃষ্টির দাপটে জলমগ্ন কলকাতা, বুধবার সকালে গাঢ় অন্ধকারে ঢাকল সারা শহর

Weather News: বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, আগামী ৫ দিনের জন্য সতর্কতা জারি কোন কোন জেলায়?