চন্নির 'ইউপি বিহার ভাইয়া' মন্তব্যের সমালোচনা মোদীর, নিশানায় গান্ধী পরিবার
Feb 17 2022, 02:51 PM ISTবুধবার প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে ভোট প্রচার করেছিলেন পঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চন্নি। সেই সময় চন্নি বলেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী পঞ্জাবের পুত্রবধূ। তিনি পঞ্জাবের বধূ। তাই দিল্লি, উত্তর প্রদেশের ও বিহারের 'ভাইয়া' কখনই এই রাজ্য শাসন করতে পারবে না। প্রিয়াঙ্কা গান্ধী কিছুতেই পঞ্জাবের মানুষকে বিপথগামী হতে দেবেন না।