১ হাজার অজানা ছায়াপথ পেড়িয়ে নাসার স্পেশ টেলিস্কোপে ধরা পড়ল সেই বিশেষ একক নক্ষত্র
Mar 17 2022, 07:54 PM ISTঅনেক বাঁধা বিপত্তি পেড়িয়ে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আজ সাফল্য পেল। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, অন্তত এক হাজার অজানা ছায়াপথ পেড়িয়ে নাসার স্পেশ টেলিস্কোপে এই একক নক্ষত্রের ছবি ধরা পড়েছে। এই নক্ষত্রটি পৃথিবী থেকে ১.৬ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে।