Olympics 2024: ফের ইতিহাস! আটটি সোনা জিতে বিশ্বরেকর্ড করল আমেরিকার মহিলা সাঁতারু দল
Aug 05 2024, 05:51 PM ISTপ্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, কার্যত রেকর্ড গড়ল আমেরিকা (America)। বিশ্বের সমস্ত দেশকে টেক্কা দিয়ে মোট আটটি সোনা জিতেছে তারা। সেইসঙ্গে, ১০০X৪ মিটার মেডলি রিলেতে বিশ্বরেকর্ড করল আমেরিকার মহিলা দল।