সংক্ষিপ্ত
সোমবার প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক পেতে পারে ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে পদক পেতে পারেন লক্ষ্য সেন। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামছেন এই তরুণ শাটলার।
রবিবার সেমি-ফাইনালে হেরে গিয়েছেন। তবে সোমবার ব্রোঞ্জ জিততে পারেন লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক্সের দশম দিন পুরুষদের সিঙ্গলসের ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে লক্ষ্যর প্রতিপক্ষ মালয়েশিয়ার জি জিয়া লি। এই লড়াইয়ে জয় পেলে চলতি অলিম্পিক্সে ভারতকে চতুর্থ পদক এনে দিতে পারবেন লক্ষ্য। এখনও পর্যন্ত ভারতের কোনও পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক্সে পদক জিততে পারেননি। ফলে সোমবার অলিম্পিক্সে ইতিহাস গড়তে পারেন লক্ষ্য। এখনও পর্যন্ত ভারতীয় শাটলারদের মধ্যে অলিম্পিক্সে পদক জিতেছেন শুধু সাইনা নেহওয়াল ও পি ভি সিন্ধু। এবার তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে অলিম্পিক্সে পদক জিততে পারেন লক্ষ্য।
কখন ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামছেন লক্ষ্য?
সোমবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হবে লক্ষ্যর ব্রোঞ্জ পদকের ম্যাচ। টেলিভিশনে সরাসরি এই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ ১ এসডি, স্পোর্টস ১৮ ১ এইচডি চ্যানেলে। মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ, ট্যাবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ, ওয়েবসাইটে।
মালয়েশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে লক্ষ্য
সোমবার ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে যাঁর বিরুদ্ধে লড়াই করতে নামছেন লক্ষ্য, তাঁর বিরুদ্ধে পরিসংখ্যান এই তরুণ ভারতীয় শাটলারের পক্ষে। মালয়েশিয়ার এই শাটলারের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন লক্ষ্য। তিনি এর মধ্যে ৪ ম্যাচে জয় পেয়েছেন। ফলে সোমবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লক্ষ্য। এই তরুণ শাটলার রবিবার সেমি-ফাইনালে হেরে যান। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২ গেমেই এগিয়ে থাকার পরেও হেরে যান লক্ষ্য। তবে এই শাটলার জানিয়েছেন, সোমবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে তিনি ১০০ শতাংশ দেবেন। লক্ষ্যর মা, বাবা, ভাই প্যারিস অলিম্পিক্স দেখতে গিয়েছেন। সোমবারও তাঁরা গ্যালারিতে থাকবেন। পরিবারের সামনে ইতিহাস গড়তে চান লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অলিম্পিক্স সেমি-ফাইনালে নির্বাসিত অমিত রোহিদাস, শাস্তির বিরুদ্ধে আবেদন ভারতের
মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ পারুল চৌধুরী, ছিটকে গেলেন জেসউইন অলড্রিনও
কোয়ার্টার ফাইনালে লাভলিনার বিদায়, প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে হতাশাজনক ফল ভারতের