অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ঘুড়ে দাঁড়ানোর ম্যাচ, কিন্তু বাধা হতে পারে বৃষ্টি
Sep 23 2022, 04:45 PM ISTশুক্রবার নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) দ্বিতীয় টি২০ ম্যাচ (T20 match)। ৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিডে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আজ অ্যারন ফিঞ্চের (Aaron Finch) দলের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ জিততে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma)দল। কিন্তু ম্যাচের সময় হতে পারে বৃষ্টি (Rain)।