Pimple free skin: পুজোর শুরুর আগেই পাবেন ব্রণহীন মসৃণ ত্বক, রইল সহজ কয়েকটা টিপস
Sep 10 2023, 08:29 PM ISTপুজোর আগে এবার পালা রূপচর্চার। ফেসিয়াল থেকে ঘরোয়া রূপটান, হাতে একটু সময় নিয়ে ত্বক চর্চা করলে, তার ফলও দারুণ মিলবে পুজোর সময়। তবে ব্রণ এমন এক সমস্যা, যা পিছুই ছাড়ে না। কে না চায় আমাদের ত্বক দাগহীন এবং উজ্জ্বল হোক। তবে, তা এত সহজ নয়।