'আকর্ষণীয়' মহিলা সাংসদদের সঙ্গে হাসিমুখে ছবি তুলে পোস্ট করার পর সমালোচনার ঝড়ে প্রায় উড়ে যেতে বসেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেই ঝড় সামল দিতে অবশেষে মঙ্গলবার পুরুষ সহকর্মী অর্থাৎ সংসদের পুরুষ সদস্যদের সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন থারুর।
সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session 2021) প্রথম দিনই বিতর্কে কংগ্রেস (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। ছয় মহিলা সাংসদে সঙ্গে তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) সাংসদের সেলফি হল ভাইরাল (Viral Photo)।