প্রয়াত কেকে, শোকে কথা হারালেন অনুপম-বাবুলরা
Jun 01 2022, 08:15 PM ISTকেকে-র আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত। কেকে-র সঙ্গে একাধিক কাজের অভিজ্ঞতা জিৎ, অনুপমদের। ২৭ বছর ধরে জিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব ছিল কেকে-র। বব বিশ্বাস ছবিতে কেকে একটি গান করেছেন অনুপনের সঙ্গীত পরিচালনায়। কেকে এক অসামান্য প্রতিভা এবং দুরন্ত গায়ক, বলছেন সকলে। কেকে-র প্রয়াণের খবর পেতেই রাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন অনেকে।