শর্ত দিয়েই এক পরিবার এক টিকিট এক পদ নীতি, কংগ্রেসের চিন্তন শিবিরে প্রবীণদের নিয়ে মজা সনিয়ার
May 15 2022, 07:44 PM ISTকংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'এক ব্যক্তি এক পদ ও এক পরিবার ও একটি টিকিট' তখনই বাদ দেওয়া হবে যখন কোনও একটি পরিবারের একাধিক সদস্য টানা পাঁচ বছরেও বেশি সময় কংগ্রেসের জন্য কাজ করেছেন।