এসএসসি মামলায় রাজ্যকে কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্ট যথেষ্ট অস্বস্তি প্রকাশ করেছে।
শনিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সোমবার অর্থাৎ ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট চাকরিহারাদের আবেদন শুনবে। মামলা উঠবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে।
এক শিক্ষক সামিল হয়েছেন শহিদ মিনার চত্ত্বরে। সেখানেই চাকরিহারারা আন্দোলন শুরু করেছে। তাঁদের দাবি হাইকোর্টের নির্দেশে অযোগ্য প্রার্থীদের সঙ্গে চাকরি গেছে যোগ্য প্রার্থীদেরও।
হাইকোর্টের নির্দেশে চাকরিহারারা দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জড়ো করতেও শুরু করেছে তারা।
এসএসসি রায়দান নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেন। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার রাজ্য সরকারকে নিশানা করেন।
সোমা দাস- ক্যান্সার আক্রান্ত মহিলা। ন্যায্য চাকরির দাবিতে তিনিও সামিল হয়েছিল নিয়োগ দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চে।
মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের জনসভা থেকে সরাসরি এসএসসি-র রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, আগেই বলেছিল বোমা ফাটাবে।
আদালতের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। দুর্নীতি করে অতিরিক্ত শূন্যপদ তৈরী করে যারা এই চাকরি দিয়েছেন তার সন্ধানে তদন্ত করবে CBI। যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি এসএসসি আবেদনের লিঙ্কও অ্যাক্টিভ হয়েছে। আবেদনপত্র সংশোধন করা যাবে ১০ ও ১১ মে পর্যন্ত।
অনলাইন আবেদন প্রাপ্তির নতুন শেষ তারিখ এখন ২৬ মার্চ, ২০২৪, রাত ১১ টা পর্যন্ত। এছাড়াও, অনলাইন ফি প্রদানের শেষ তারিখ ২৭ মার্চ, ২০২৪, রাত ১১ টা পর্যন্ত বাড়ানো হয়েছে।