ভারতে করোনাভাইরাস মহামারীর তৃতীয় তরঙ্গ (COVID-19 Third Wave in India) শুরু হয়ে গিয়েছে, স্পষ্ট জানালেন কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান ডাঃ এন কে অরোরা (Dr. NK Arora)। কতটা আতঙ্কের?
নীতিশ বলেছেন যে বিহার ইতিমধ্যেই করোনাভাইরাস মহামারীর তৃতীয় তরঙ্গের মধ্যে রয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) ৯৬তম জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বিহারের মুখ্যমন্ত্রী এই সতর্কতা জারি করেন বলে জানা গেছে।
সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে যে করোনার প্রথম তরঙ্গের সময়, মুম্বই ৭০৬জন আক্রান্ত থেকে ১৩৬৭ জনের সংক্রমণে পৌঁছতে ১২দিন সময় নিয়েছিল। দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে ৬৮৩জন আক্রান্ত থেকে ১৩২৫ জনে পৌঁছতে ২০দিন সময় লেগেছিল।
ওমিক্রন তৃতীয় তরঙ্গে একটি ফ্যাক্টর হয়ে দাড়াবে। তবে দেশে অনাক্রম্যতা বৃদ্ধির কারণে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে অনেকটাই কম প্রভাব ফেলবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতেই দেশে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় তরঙ্গ। প্রতি দিনে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে এক থেকে দেড় লক্ষ।
ফেব্রুয়ারির শুরুতেই কোভিডের তৃতীয় ঢেউ শীর্ষে পৌছতে পারে বলে আইআইটি কানপুরের একটি মডেলিং সমীক্ষায় দাবি করা হয়েছে। উল্লেখ্য, সমীক্ষায় গবেষকরা আমেরিকা, ব্রিটেন, জার্মানি , রাশিয়া থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছেন।