চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।
অসহ্য এই গরম থেকে আপাতত মুক্তির কোনও পূর্বাভাস নেই। পাঁচ দিন বৃষ্টির সম্ভবনা নেই বলেও জানিয়ে দিয়েছে হাওয়া আফিস। বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি।
রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। তবে আশার কথা এই যে আগামীকালের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার গরম থাকলেও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। তবে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই জানা যাচ্ছে।
আগামী ৫ জুন বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তাতেও তাপমাত্রায় বিশেষ বদল আসবে না বলেই আশা করা হচ্ছে। আগামী সপ্তাহতেও বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই।
পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। উত্তরবঙ্গে অস্বস্তি অব্যাহত। কলকাতার তাপমাত্রার পারদ চড়ছে লাফিয়ে লাফিয়ে।
আলিপুর জানাচ্ছে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেও বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলি জ্বলছে শুকনো গরমের প্রভাবে। এই পরিস্থিতিটে এখন বর্ষার আগমনের অপেক্ষায় বঙ্গবাসী।
হাওয়া অফিস জানাচ্ছে আগামী তিন-চার দিনের মধ্যেই কমপক্ষে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
২৮ মে, রবিবার শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।