সংক্ষিপ্ত

আলিপুর জানাচ্ছে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেও বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলি জ্বলছে শুকনো গরমের প্রভাবে। এই পরিস্থিতিটে এখন বর্ষার আগমনের অপেক্ষায় বঙ্গবাসী।

বৈশাখের দাবহাহে জ্বলছে বঙ্গ। ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। কিছুদিন টানা বৃষ্টিতে স্বস্তি মিললেও ফের শুরু হয়েছে দহনজ্বালা। দেখা নেই কালবৈশাখীরও। এদিকে জুন মাস পড়তে চললেও দেখা নেই বর্ষার। আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় থাকবে তীব্র গরম। চলতি সপ্তাহের শেষেরদিকে রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আলিপুর জানাচ্ছে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেও বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলি জ্বলছে শুকনো গরমের প্রভাবে। এই পরিস্থিতিটে এখন বর্ষার আগমনের অপেক্ষায় বঙ্গবাসী।

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন আগামী ৪ জুনের মধ্যে বর্ষা ঢুকবে কেরলে। কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পর সারা দেশে ছড়িয়ে পড়ে। তবে বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে সে বিষয় এখনও কিছু পূর্বাভাস মেলেনি। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে আরও বাড়বে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ফের পৌঁছে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ৩৮ ডিগ্রিতে। দক্ষিণের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৪ ডিন ধরে তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিছু কিছু জেলার আকাশে মেঘ জমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই।

বুধবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রাম জেলায় ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, বাজ পড়লেও আপাতত বৃষ্টির দেখা মিলবে না। শনিবার থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও যথেষ্ট বেশি গরম পড়লেও পার্বত্য বঙ্গে বৃষ্টির আশা রয়েছে। জলপাইগুড়ি জেলায় বুধবারের তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে, বুধবার বিকেল বা বৃহস্পতিবার থেকে উত্তরের প্রায় সবকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।