'জ্ঞানবাপীকে মসজিদ বললেই বিতর্ক...', হাইকোর্টের রায় ঘোষণার তিন দিন আগে মন্তব্য যোগী আদিত্যনাথের
Jul 31 2023, 04:09 PM ISTআদিত্যনাথ বলেন, 'মসজিদ প্রাঙ্গনে একটি ত্রিশূল কী করছে?' তিনি আরও বলেন, মসজিদের মধ্যে রয়েছে জ্যোতির্লিঙ্গ। দেবতারা রয়েছেন। দেওয়ালগুলি চিৎকার করে সব তথ্য প্রমাণ তুলে ধরছে। এর থেকে বেশি আর কী প্রমাণ চাই।