সংক্ষিপ্ত
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটের দিকে রবিবার দুপুরে নজর ছিল সারা বিশ্বের মোটরস্পোর্টপ্রেমীদের। এখানে দেখা গেল অসাধারণ গতির লড়াই।
মোটো জিপি ভারতের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হলেন ইটালির মার্কো বেজ্জেচি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে মোটরবাইক নিয়ে ঝড় তুললেন তিনি। বেজ্জেচির সঙ্গে মূল লড়াই হচ্ছিল স্পেনের জর্জ মার্টিনের। তবে মার্টিনকে টেক্কা দেন বেজ্জেচি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সবাইকে মোটো জিপি ভারতে স্বাগত জানান। উত্তরপ্রদেশ সরকার যে ট্র্যাক তৈরি করেছে, সেটি আন্তর্জাতিক মানের। এখানে ২০২৯ পর্যন্ত প্রতি বছর মোটো জিপি আয়োজিত হবে। এই উদ্যোগে পাশে আছে উত্তরপ্রদেশ সরকার। যোগী জানিয়েছেন, তাঁরা সবরকমভাবে সাহায্য করবেন।
বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুশীলনের সময় সবচেয়ে বেশি গতি তুলেছিলেন বেজ্জেচি। মূল প্রতিযোগিতাতেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখালেন। মার্টিনের পাশাপাশি বেজ্জেচির সঙ্গে লড়াই করছিলেন ইটালির ফ্রন্সেস্কো বাগনাইয়া। তবে সবাইকে পিছনে ফেলে দেন বেজ্জেচি। তিনি শুরুতেই অনেকটা এগিয়ে যান। ধাওয়া করেন বাগনাইয়া। কিন্তু স্বদেশীয় প্রতিদ্বন্দ্বীকে কোনও সুযোগ দেননি বেজ্জেচি। তিনি দূরত্ব বাড়িয়ে নেন। শুরুতে বাগনাইয়ার চেয়ে পিছিয়ে থাকলেও, কিছুক্ষণ পরেই তাঁকে টপকে যান মার্টিন। জমে ওঠে লড়াই। মার্ক মার্কুয়েজও লড়াইয়ে ছিলেন। কিন্তু তিনি ষষ্ঠ ল্যাপের সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যান। ফলে দ্বিতীয় স্থানের জন্য মার্টিন ও বাগনাইয়ার মধ্যে লড়াই চলতে থাকে। প্রতিদ্বন্দ্বীরা সমস্যায় পড়লেও, সেদিকে তাকানোর অবসর ছিল না বেজ্জেচির। তিনি এগিয়ে যেতে থাকেন।
এই রেস শুরু হওয়ার আগেই অবশ্য বিতর্ক তৈরি হয়। অনুশীলনের সময় ভারতের বিকৃত মানচিত্র প্রদর্শন করা হয়। এই মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ছিল না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। অনেকেই এই বিকৃত মানচিত্রের প্রতিবাদ শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতের বিকৃত মানচিত্রের ছবি তুলে ধরে মোটো জিপি আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন। চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন মোটো জিপি-র আয়োজকরা।
মোটো জিপি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, 'আমরা ভারতে আমাদের অনুরাগীদের কাছে ক্ষমা চইছি। মোটো জিপি ব্রডকাস্টে যে মানচিত্র দেখানো হয়েছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আয়োজক দেশকে সমর্থন করা এবং স্বীকৃতি জানানো ছাড়া আমাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না। বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে প্রথমবার মোটো জিপি রেস হতে চলেছে। সেই কারণে আমরা উত্তেজিত। আশা করি দর্শকরা এই রেস উপভোগ করতে পারবেন।' রবিবার মূল রেসে অবশ্য আর কোনও বিতর্ক হয়নি।
আরও পড়ুন-
Asian Games 2023: মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে নকআউটে ভারত
Asian Games 2023: এশিয়ান গেমসে ভিয়েতনামের বক্সারকে উড়িয়ে দিলেন নিখাত জারিন
Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির