সংক্ষিপ্ত

বাংলার ভোট-হিংসা নিয়ে কথা বলায় যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলাকে ব্যাপকভাবে বিঁধেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

বাংলায় পঞ্চায়েত ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি সংবাদ মাধ্যমে বিজেপি নেতার মন্তব্য, 'যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন, উত্তরপ্রদেশ ও বাংলায় কীভাবে ভোট হয়।' ওই ভিডিয়োটি ট্যুইট করে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীকে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যোগী আদিত্য়নাথ বলেন, ‘আমি সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছি। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে কোনও অশান্তি তো হয়নি। যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন, উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে ভোট হয়। ওরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চায়?’ তিনি আরও বলেন, 'কয়েকজন মানুষ ক্ষমতায় এসে, সমগ্র ব্যবস্থাটাকে নিজেদের আয়ত্ত্বের মধ্যে নিয়ে আসতে চাইছে, যেটা পশ্চিমবঙ্গে দেখলাম। এসব নিয়ে তো কেউ কথা বলে না!’

বাংলার ভোট-হিংসা নিয়ে কথা বলায় যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘পঞ্চায়েত ভোটে হিংসা ও বাংলার নৈরাজ্যের কথা তুলে ধরার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ। বাংলায় পঞ্চায়েত ভোটে চরম হিংসা গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রশাসনকে কাজে লাগিয়েই এই হিংসা হয়েছে।’

তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের সাংসদ শান্তনু সেন (Santanu Sen) বলেন, ‘যোগী আদিত্য়নাথকে মনে করিয়ে দিই, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্য়ুরো-র তথ্য় অনুযায়ী, নারী নির্যাতন, বধু নির্যাতন, শিশু পাচার, নারী পাচার, সেই সমস্ত ঘটনার শীর্ষে যে ক'টা রাজ্য রয়েছে, তার মধ্যে একটি হল উত্তরপ্রদেশ। বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার! উত্তরপ্রদেশের হাথরাস, উন্নাওয়ের ঘটনা এখনও দগদগে ঘায়ের মতো মনে পড়ছে। পুলিশের এনকাউন্টারের নামে দুষ্কৃতীদের মেরে দেওয়া, সবথেকে বেশি উত্তরপ্রদেশে। লকআপে মৃত্যু সবথেকে বেশি উত্তরপ্রদেশে।’

বিজেপির এই মুখ্যমন্ত্রীকে ‘বুলডোজার বাবা’ বলে কটাক্ষ করে তাঁর উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, 'যোগী আদিত্য়নাথকে বলব, প্রকৃত অর্থে যদি রাজ্যের জন্য ভালো কিছু করতে চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে ক্লাস করে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আপনার রাজ্যে বাস্তবায়িত করুন, তাহলে আপনার রাজ্যের ভালো হবে। না হলে, উত্তরপ্রদেশ তো পিছোচ্ছে। আগামী দিনে সবথেকে পিছনের রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ।’

আরও পড়ুন-

Thane Crane Accident: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল ক্রেন! মহারাষ্ট্রের থানেতে মর্মান্তিক ঘটনা
Kuber Mantra: সম্পদের দেবতা কুবের-কে তুষ্ট করতে প্রত্যেকদিন জপ করুন এই ১০৮টি মন্ত্র

Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?

Interview Tips: চাকরির ইন্টারভিউয়ে বাজিমাত করতে হলে অবশ্যই জেনে নিন এই ৫টি টিপস