মহামারির শুরু থেকে দেড় বছরেরও বেশি কেটে গিয়েছে
এখনও এই মহামারির উৎসের সন্ধান পাওয়া যায়নি
এর মধ্যে আবার প্রথম দিকের তথ্য মুছে ফেলল চিন
তাহলে কি সত্য়িই কিছু লুকোতে চাইছে তারা
গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর প্রায় ১ বছর হতে চলল
কোথায় দাঁড়িয়ে এখন ভারত চিন সম্পর্ক
এশিয়ানেট নিউজ কথা বলল জয়দেব রানাডের সঙ্গে
একসময়ের ক্যাবিনেট সচিব এখন চিন সংক্রান্ত এক বিশ্লেষক সংস্থার সভাপতি
গালওয়ানে যে সময় সংঘর্ষ হয়েছিল তার আগে ভারত ও চিনের মধ্যে বেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছিল। দুই দেশেরই শীর্ষনেতা এবং রাষ্ট্রনায়করা আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসায়ীক সম্পর্ককে মজবুত করার কথা বলছিলেন। আর সেই সময়ই এক্কেবারে বিপরীত মেরুতে গিয়ে গালওয়ানে ভারতীয় সেনার উপরে হামলা করে চিনের পিএলএ।