চিনের (China) এক প্রাক্তন ভাইস-প্রিমিয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর থেকে বেপাত্তা টেনিস তারকা পেং শুয়াই (Peng Shuai)। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), রাষ্ট্রসংঘ (United Nations) থেকে শুরু করে গোটা বিশ্ব তাঁর অবস্থান ও সুস্থতার প্রমাণ চাইছে।