বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ি সকলের কাছেই সুপরিচিত। গানের জগতের বাইরেও তার অন্য একটি পরিচিতি হয়েছে। আর সেই কারণটা সকলেই জানেন। তার প্রচুর সোনার গয়না পরার জন্যই তিনি সকলের কাছে পরিচিত। এই কারণেই তাকে বলিউডের 'গোল্ডেন ম্যান' বলা হয়। সোনা ছাড়া বাপ্পি দা-কে যেন কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সবসময়েই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যায় না তাকে। বাপ্পি দার (Bappi Lahiri ) মৃত্যুর পরে অনেকের মাথাতেই প্রশ্ন আসতে পারে যে এত কেজি কেজি সোনা কোথায় গেল। তবে বাপ্পি দার জন্য এগুলো সোনা ছিল না, ছিল সৌভাগ্যের প্রতীক। ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হয়ে বাপ্পি লাহিড়ি হলফনামায় জানিয়েছিলেন, তার কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। এর পাশাপাশি ৪.৬২ কিলোগ্রাম রূপোর গয়নাও রয়েছে। এছাড়াও ৪ লক্ষ টাকার একটি হিরের আংটিও রয়েছে (Bappi Lahiri Passes Away)। এত সোনা কোথায় গেল, কার কাছেই বা রয়েছে বাপ্পি লাহিড়ির সোনার হার, ব্রেসলেট, লকেট, আংটি, জুতো, রোদচশমা, ঘড়ি, টুপি, সোনার পেয়ালা। এবার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি।