ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০শে অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ৯৯ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে।
২২ টি জেলার ৯৩ টি কেন্দ্রে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে কড়া নিরাপত্তার মধ্যে। কংগ্রেস এক দশক পর ক্ষমতায় ফিরতে আশাবাদী হলেও, বিজেপি টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে।
বাগদায় বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের। এরপরে ক্ষুব্ধ হয়ে পড়ে বাগদার বিজেপি নেতাকর্মীদের একাংশ।
সোমবারই বিজেপি উপ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যদিও তার আগে থেকেই বাগদা কেন্দ্রের জন্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল।
সদ্য লোকসভা নির্বাচন মিটেছে। এরই মধ্যে রাজ্যে ফের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। একাধিক বিধানসভা আসন খালি থাকায় উপনির্বাচন হতে চলেছে।
বিজেপি সূত্রের খবর বাংলা কোনও পূর্ণ মন্ত্রী পাচ্ছে না। দুই প্রতিমন্ত্রী পাচ্ছে। সেক্ষেত্রে দুই প্রতিমন্ত্রী হতে পারেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।
এই রাজ্য থেকে বিজেপির ১২ জন সাংসদ সাংসদ রয়েছে। গত নির্বাচনে ছিল ১৮ জন। গতবারে বিজেপি চার জনকে মন্ত্রী করেছিল। কিন্তু এবার দিল্লির বিজেপি কতজনকে মন্ত্রী করবে
ইভিএম এক্সটি পোলের সব হিসেব নিকেশ ওলটপাটল করে দিয়েছে।রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঘাসফুলের ঝড় চলছে। সেখানেই এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
আজ ৫৪২টি আসনে ভোটগণনা চলছে। এর মধ্যে বাংলার ৪২টি আসনও রয়েছে। এই গণনার দিনেই এবার উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ডায়মন্ড হারবারে বর্তমানে প্রায় ৪২ হাজারের কাছাকাছি লিড নিয়ে ছুটছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘরের শত্রু বিভীষণ হতে চলেছে রেখা পাত্রের জন্য! ইঙ্গিত কিন্তু তাই বলছে। প্রকাশ্যে রেখার পরিবারের সদস্যরা তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছেন। মিছিল করছেন, প্রচার করছেন। তাঁরা মনে প্রাণে চাইছেন হেরে যান রেখা পাত্র।