সংক্ষিপ্ত

  • কাশ্মীরে তুষারধসের কবলে সীমান্তরক্ষীবাহিনী
  • বরফ চাপা পড়ে প্রাণ হারালেন এ রাজ্যের এক জওয়ান
  • শোকের ছায়া নেমেছে আলিপুরদুয়ারে
  • নিহত জওয়ান মুজনাই চা-বাগানের বাসিন্দা ছিলেন

কোনওরকমে  উদ্ধার করা গিয়েছিল, কিন্তু বাঁচানো গেল না! কাশ্মীরে বরফ চাপা পড়ে প্রাণ হারালেন এ রাজ্যের এক বিএসএফ জওয়ান। শোকের ছায়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে।

মৃতের নাম গঙ্গা বারা। আলিপুরদুয়ারের মাদারিহাটের মুজনাই চা বাগানের বাসিন্দা তিনি। বিএসএফ-র ৭৭ নম্বরের ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন গঙ্গা। জানা দিয়েছে, সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের নওগাঁও জেলায় সহকর্মীদের সঙ্গে সীমান্তরক্ষা দায়িত্ব পালন করছিলেন বছরে ঊনত্রিশের ওই যুবক। আচমকাই জওয়ানদের উপর একটি বরফের স্তুপ ভেঙে পড়ে। বাকিরা কোনওরকমে রক্ষা পেলেও বরফে চাপা পড়েন গঙ্গা।  তাঁকে উদ্ধার চেষ্টা চলে দীর্ঘক্ষণ। শেষপর্যবন্ত সোমবার গভীর রাতে যখন ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়, ততক্ষণের প্রাণ হারিয়েছেন তিনি।

আরও পড়ুন: উদ্ধার করা গেলেও বাঁচানো গেল না, ৪৮ ঘন্টায় কাশ্মীরে মৃত ৬ জওয়ান

আরও পড়ুন: বাবাদের হুঁশ ফেরাতে পড়ুয়াদের চিঠি, অভিনব উদ্যোগ বর্ধমানে

মঙ্গলবার সকালে দুঃসংবাদ আসে আলিপুরদুয়ার-এর মাদারিহাটে, প্রয়াত জওয়ানের বাড়িতে। বারবার জ্ঞান হারাচ্ছেন গঙ্গা-এর স্ত্রী। শোকের ছায়া নেমেছে স্থানীয় মুছনাই চা বাগানেও। মৃতের পরিবারের লোকেরা ইতিমধ্যেই থানায় যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, গত দু'দিন ধরেই উত্তর কাশ্মীর-এর গুরেজ, বান্দিপোড়া, কুপওয়ারা, নওগাঁও, বারামুলা-সহ বিস্তীর্ণ তুষারঝড় চলছে। এখনও পর্যন্ত তুষার ঝড়ের কবলে পড়ে ৬ ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেক জায়গা থেকেই সেনাদের সরিয়ে নিয়ে আসার তোড়জোড় চলছে।