সংক্ষিপ্ত
- লোকালয়ে ঢুকে বিপদে পড়ল হাতিরা
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শাবকের
- ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর
- আলিপুরদুয়ারের ঘটনা
খাবারের সন্ধানেই কি লোকালয়ে ঢুকেছিল বুনো হাতির দল? গৃহস্থের সুপারি বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শাবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া পূর্ব মাদারিহাটে। স্থানীয়রা তৎপর না হলে, আরও বড় অঘটনের আশঙ্কা ছিল।
আরও পড়ুন: মেদিনীপুরে পথ কুকুরদের 'বিষ খাইয়ে মারার চেষ্টা'. থানায় অভিযোগ দায়ের পশুপ্রেমীদের
তখন সবেমাত্র ভোর হয়েছে। আলিপুরদুয়ারের পূর্ব মাদারিহাটের বাসিন্দা মনোজিৎ বর্মণের বাড়ির সুপারি বাগানে ঢোকে পড়ে বুনো হাতির দল। সেই দলে ছিল একটি হস্তিশাবকও। বাগানে যখন হাতিদের তাণ্ডব চলছে, তখনই ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারটি ছিঁড়ে যায়। সেই তার দেহে জড়িয়ে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই হস্তিশাবকটি এবং ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন:করোনায় আক্রান্ত ছেলে, সংক্রমণের ভয়ে দম্পতিকে বাড়িতে ঢুকতে দিলেন না বাড়িওয়ালা
এদিকে হাতির চিৎকার শুনে সুপারি বাগানে জড়ো হন আশেপাশের লোকজন। বিপদ বুঝে অন্য হাতিগুলিকে তাড়িয়ে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীরা। হস্তিশাবকের দেহটি উদ্ধার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা তৎপর না হলে, বিদ্যুস্পৃষ্ট হয়ে আরও বেশ কয়েকটি হাতির মৃত্যু হত। ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।