শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, গোটা দিন সতর্ক থাকুন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

অনেকেই আজ রয়েছে বিশেষ পরিকল্পনা। তেমমই কারও কাছে জমে থাকা কাজ শেষ করার জন্য আজ সপ্তাহের শেষ দিন। গোটা সপ্তাহ জুড়ে নানান পরিকল্পনা থাকে অনেকের। সব কাজ সময় মতো শেষ করতে না পারলে আবার তা জমে যাবে। সে কারণে আজকের দিনটি অধিকাংশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে, ভাগ্য সঙ্গ না দিলে হাজার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হওয়া কঠিন। শাস্ত্র রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, গোটা দিন আপনার কেমন কাটবে তা নির্ভর করে আপনার রাশির ওপর। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।

সিংহ রাশি

Latest Videos

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল সিংহ। আজকের দিনটি কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য। আজ বিরক্তিকর কোনও পরিস্থিতির শিকার হতে পারেন। তবে, গোটা দিন থাকুন সতর্ক। রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। তাই সতর্ক থাকুন।

ধনু রাশি

২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজকের দিনটি ধনু রাশির জন্যও কঠিন দিন। আজ কোনও জটিলতা জড়িয়েপড়তে পারেন। গোটা দিন থাকুন সতর্ক। আজ কোনও পরিকল্পনা থাকলে তা নাও হতে পারে। দিনটি কঠিন হতে চলেছে ধনু রাশির জন্য। আজ নতুন কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এতে দেখা দিতে পারে সমস্যা। দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

কুম্ভ রাশি-

২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল কুম্ভ। আজকের দিনটি কুম্ভ রাশির জন্য কঠিন হতে চলেছে। আজ গ্রহের অবস্থানের কারণে কোনও পরিকল্পনা স্থায়ী নাও হতে পারে। নানান কাজে আসবে বাধা। আজ আপনার কোনও পূর্ব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তেমনই সতর্ক না থাকলে আজ হতে পারে আর্থিক জটিলতা।

 

আরও পড়ুন

এই দুই রাশির প্রেম জীবনে আসবে নতুন মোড়, দেখে নিন কার দিন কেমন কাটবে, রইল প্রেমের রাশিফল

চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন এই তারিকের জাতক জাতিকা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

৩ ফেব্রুয়ারি এই রাশিগুলির জীবনের সেরা দিন হয়ে উঠবে, দেখে নিন শুক্রবারের রাশিফল

 

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু