কী কাণ্ড, নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে বেরিয়ে পড়েন দেবলিনা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Dec 24, 2020, 02:57 PM IST
কী কাণ্ড, নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে বেরিয়ে পড়েন দেবলিনা, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

সম্প্রতি টলিউডের ঝড় তোলা বিয়ের আসর বেশ কিছুদিন ধরেই ভক্তমহলে ভাইরাল গৌরব-দেবলিনা একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট গাড়ি চালিয়ে নিজেই বিয়ে করতে এসেছিলেন পাত্রী 

দেবলিনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় বিয়ের আসর এক কথায় বলতে গেলে বছর শেষে টলিপাড়ায় এক আনন্দ আয়োজন। বেশ কিছু দিন ধরেই বিয়ের সূত্রে খবরের শইরোনামে এই জুটি। আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের আসর, একের পর এক ছবি হয়ে উঠেছিল ভাইরাল। আর বিয়ের প্রসঙ্গ তো বলাই বাহুল্য। আলিসান বিয়ের মণ্ডপ যেন সেজে উঠেছিল স্বপ্নের রঙে। 

আরও পড়ুন- বিপাশার টোন্ড ফিগার ও পার্ফেক্ট স্কিন গ্লো-এর রহস্য কোথায়, রইল সেই সিক্রেট ডায়েটের খোঁজ

দেবলিনার সোশ্যাল মিডিয়ার পাতা নিত্য পোস্ট হওয়া ছবি তুলে ধরে সেই কোলাজই। তবে এ কী কাণ্ড। বৃহস্পতিবার সকালে এক ভিডিও পোস্ট হতেই আবারও ভাইরাল হয়ে গেল গৌরবের পাত্রী। উত্তমকুমারের বাড়ির পুত্রবধু বলে কথা। নিজেই বোল্ড অভিনেত্রী গাড়ি চালিয়ে হাজির হলে বরের কাছে। উদ্দেশ্য বিয়ের আসর। 

 

 

ভিডিওতে দেখা গেল নিজেই গাড়ি চালিয়ে এগিয়ে চলেছেন দেবলিনা। ক্যাপশানে লিখলেন এভাবেই আমি বেরিয়েছিলাম আমার বরের সঙ্গে দেখা করতে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরই নজরে এলো সামনেই রাখা রয়েছে পালকি। যা দেখে মুখে হাসি ফেটটে পড়ে পাত্রীর। এই ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তে নজর কাড়ে ভক্ত মহলের। বরাবরই দেবলিনার সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা বিপুল। তাই লাইক ও কমেন্টে ভরে গেল ইন্টা অ্যাকাউন্ট। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা