'এই স্মৃতি আঁকড়ে বাঁচব সারা জীবন', সরোজ খানের প্রয়াণে শোকজ্ঞাপন মনামীর

Published : Jul 04, 2020, 02:02 AM IST
'এই স্মৃতি আঁকড়ে বাঁচব সারা জীবন', সরোজ খানের প্রয়াণে শোকজ্ঞাপন মনামীর

সংক্ষিপ্ত

সরোজ খানের প্রয়াণে শোকপ্রকাশ বলিউড থেকে টলিউডে  সোশ্যাল মিডিয়ায় পুরনো মুহূর্তের ছবি পোস্ট করলেন মনামী ঘোষের পুরনো কথাও জানালেন অভিনেত্রী তাঁকে কাছ থেকে চেনার সুযোগ পেয়েছিলেন মনামী

সরোজ খানের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন অভিনেত্রী মনামী ঘোষের। মনামী নাচের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। এক বাংলা রিয়্যালিটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে ছিলেন তিনি। সেখানেই সরোজ খান বিচারকের আসনে ছিলেন। সেই অনুষ্ঠানের পুরনো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মনামী। ছবিতে সবুজ রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে মনামীকে। সরোজ খান তাঁর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন। আবার আশীর্বাদও করছেন। তাঁর সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচও করছেন। আবেগে ভরা মুহূর্ত গুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ছবিগুলো ঝাপসা হতে পারে, তবে স্মৃতি এখনও পরিষ্কার। আপনি আমায় ধানিলঙ্কা নামটি দিয়েছিলেনস, সঙ্গে দিয়েছিলেন আর কত কী। আমি আজীবন এই স্মৃতি আঁকড়ে বাঁচব।"

আরও পড়ুনঃ'আমায় সুশান্তের তদন্তের জন্য মোটেই ডাকা হয়নি', পুলিশি জেরার ডাকে অস্বীকার কঙ্গনার

নাচের প্রসঙ্গেই মনামীর একটি নাচের ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়। দীপিকা পাডুকোনের ছবি পদ্মাবত-এর গান নেনোওয়ালে নে-তে কোমর দোলালেন নায়িকা। করোনার প্রকোপেই উঠে গিয়েছে লকডাউন। লকডাউনের ওঠার পর শ্যুটিং শুরু টেলিপাড়ায়। মনামী ঘোষ সেই লকডাউনের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও বাড়ির বাইরে পা দেননি। মাস দুয়েক পর বেরিয়ে তিনি রীতিমত আতঙ্কে রয়েছেন অভিনেত্রী। শ্যুটিং পাড়ায় ঢোকার আগে সমস্ত নিয়ম মেনেও কাজ চলছে। তবুও কোথাও যেন ভয় কাটছে না অভিনেত্রী। শ্যুটিংয়ে যেতেই হবে কোনও উপায় নেই। এই শ্যুটিংয়ের মাঝেই চলছে মনামীর বিনোদনের ভিন্ন জগৎ। ভিডিওতে পরণে লাল রঙের ঘাঘড়া। নথ ছাড়া নেই কোনও গয়না। রূপ যেন ঠিকরে পড়ছে মানমীর।

আরও পড়ুনঃছবির সেটে রাজ-শুভশ্রীর প্রেমালাপ, প্রমাণস্বরূপ ভিডিও প্রকাশ্যে আনলেন জিৎ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pictures may be blur...but the memories are still fresh..u gave me the name Dhani Lanka and so much more.....i will cherish the memory forever mam...

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

 

অন্যদিকে নাচের ভিডিওটির অভিনবত্ব হল, গ্রামের মধ্যে শ্যুট করা। আশপাশে কেবল বন জঙ্গল আর পুকুর। সেখানেই নিজের নাচের প্রতিভায় মেতে উঠলেন মনামী। মনামীকে যত দেখছে নেটিজেন ততই অবাক হচ্ছে। সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন মনামী। তাতে ভক্তদের মন্তব্য, "আপনাকে যত দেখি তত অবাক হই। গ্রামের রাস্তায় আপনার নাচ থেকে মুগ্ধ।" দিন কতক আগেই মনামীর  স্লো মোশনের ভিডিওতে মন ভরে সকলের। নীল শাড়ি পরে খোলা চুলে উত্তর কলকাতার মতই এক রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন মনামী। ক্যাপশনে লিখেছেন, "নীল বৃষ্টি।" তাতেই প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে