Mithai: মোদক পরিবারের সামনে নতুন ঝড়, সোমের পাশে কি দাঁড়াতে পারবে মিঠাই

মোদক পরিবারে নতুন ঝড়, সোম তোর্সার নীতিতে কোথাও গিয়ে যেন যেন মিষ্টির দোকানের ভবিষ্যৎ অনিশ্চিত। কীভাবে সামলাবে মিঠাই!

সোমের কাছে বর্তমানে দুটি দোকান। মোদক পরিবারের থেকে আলাদা নীতিতেই কী এবার তোর্সা ও সোম মিষ্টি বিক্রি করছে! নানান প্রশ্নের ভীড়ে কোথাও গিয়ে যেন এবার বিপদের মুখে মোদক পরিবার। কীভাবে এই ঝড় থেকে বাঁচাবে মিঠাই! সদ্য পরিবারে ফিরেছে আনন্দ। সদ্য সেখানে হাঁসি মুখে ফ্রেমবন্দি হয়েছে মিঠাই এরই মাঝে নতুন ঝড়। 

বাগান থেকে একটি ফুল হাতে তুলে নিয়ে তা মাথায় খোঁজার চেষ্টা করছে মিঠাই। কিন্তু একা একা না হওয়াতে শেষে কিনা পিসির কাছে যাওয়ার কথাই মাথায় এলো তার। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির সিদ্ধার্থ, নিজে হাতে মিঠাইয়ের চুলে গুজে দিলেন ফুল। তবে এই পিকনিকে কি ফিরিয়ে দিতে পারবে সিদ্ধার্ত মিঠাই এর মধ্যে স্বাভাবিক সম্পর্ক!

Latest Videos

মৌনতা ভেঙে সিদ্ধার্থের সঙ্গে রেস্টুরেন্টে হানা দিল মিঠাই (Mithai)। তারপর দক্ষযজ্ঞ, বন্দুক, গুলি আর ভয়ানক পরিস্থিতিতে মিঠাই নিপা। যে কোনও একজনের ঘটতে পারত বিপদ। কিন্তু তা বোঝার ক্ষমতাই নেই নিপার। সে আবেগের বসে মন খারাপ করেই রেখেছে। অন্যদিকে মিঠাইও সিদ্ধার্থর মাঝে থাকা দুরত্ব ক্রমেই বাড়ছে। ফেরানো যাচ্ছে না মিঠাইয়ের মুখের হাসি। এমন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে দাদুর পরিকল্পনা পিকনিক। তারই এবার তোরজোর তুঙ্গে। সব গোছ গাছ করে নিয়েই পরিবারের সকলে মুচিলেখা দিয়ে বেরিয়ে পড়ল। 

আরও পড়ুন- Uma: মায়ের চাপে পড়ে কি আলিয়াকেই বিয়ে করতে বাধ্য হবে অভি, প্রোমো ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন- Kori Khela: সৃজা কি অবশেষে পারমিতাকে মায়ের জায়গাই দিল, কোন নতুন বিপদ অপেক্ষায়

কিন্তু এই পিকনিক কি পারবে সব সামাল দিতে! আগামীতে (New Episode) কি হতে চলেছে এই ধারাবাহিকে (Bengali Serials)! তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক, তবে ইতিমধ্যেই নতুন প্রোমো ঘিরে চাঞ্চল্য। রুদ্রকে না পেয়ে কি এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা দেখার অপেক্ষায় দর্শকমহলে। ইতিমধ্যেই দেখা গিয়েছে মোদক পরিবারের সকলের মুখ ভার। দাদুর এই প্ল্যানে কি সকলের মুখের হাসি ফিরবে! প্রশ্ন থেকেই যায়। এমনই পরিস্থিতিতে আবার মিঠাইয়ের জন্য সোয়েটার নিয়ে হাজির সিদ্ধার্থ। 

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান টাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)।

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed