লকডাউন কাটতেই মুম্বইতে থেকে ফিরল স্বস্তিকা-কন্যা, ফিরতেই হামলা অন্বেষার উপর, দেখুন ভিডিও

Published : Jul 04, 2020, 09:51 PM IST
লকডাউন কাটতেই মুম্বইতে থেকে ফিরল স্বস্তিকা-কন্যা, ফিরতেই হামলা অন্বেষার উপর, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

লকডাউন কাটতেই মুম্বই থেকে ফিরলেন স্বস্তিকার মেয়ে অন্বেষা ফিরতেই হামলা তার উপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী নিমেষের মধ্যে ভাইরাল আক্রমণের ক্লিপ

পশুপ্রেমী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষাও মায়ের পথ ধরে। রাস্তার কুকুর হোক বা বিশেষ ব্রিডের। তাদের দেখলে আর নিজেদের সামলাতে পারেন না মা-মেয়ে। তবে এবার খানিক উল্টো ঘটনা ঘটল অন্বেষার সঙ্গে। তার উপর হল হামলা। এই আক্রমণকারী ছিল তিনটি হাস্কি। অন্বেষা তাদের ছোট থেকে দেখছে। মন প্রাণ দিয়ে ভালবাসে তাদেরষ মুম্বই থেকে ফিরতেই তাদের কাছ থেকে অন্বেষা পেল দারুণ ওয়েলকাম। সেই ভিডিও পোস্ট করেছেন স্বস্তিকা। তিনজনের নামও ভারি সুন্দর। সুলতান, পাশা এবং পুতিন। এই তিনজনের হামলায় অন্বেষার দাঁড়ানোই মুশকিল হয়ে গিয়েছিল। তবুও মন ভরে আদর করছিল তারা অন্বেষাকে। 

আরও পড়ুনঃরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতায় মজে মহেশ ভাট, ভাইরাল ভিডিওতে নেটিজেনের রোষের মুখে পরিচালক-অভিনেত্রী

ভিডিওটি সকলের মন্তব্যে ভরছে কমেন্ট সেকশন। প্রসঙ্গত, মাস দুয়েক আগে পশু অত্যাচার নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন স্বস্তিকা। হাইওয়েতে একটি ভ্যানে চেপে বসে পাঁচজন। ভ্যানের সঙ্গে বাঁধা একটি গরু। ওই পাঁচজন ব্যক্তির মধ্যে একজন মোষের গায়ে আঘাত করে পিটিয়ে সজোরে ভ্যান চালাবার চেষ্টা করছে। আশপাশে বেশ কয়েকজন বাইকচালকও রয়েছে, যারা চিৎকার করে মদৎ জোগাচ্ছে তারা। এমনই সময় হাইওয়ে একদিক থেকে অন্যদিকে ছুটে যায় মোষটি। মোষটি দৌড়তে দৌড়তেই ভ্যানের থেকে ছিটকে যায়, এবং পালিয়ে যায়। ডিভাইডারে ধাক্কা লেগে ভ্যানে থাকা সমস্ত মানুষ একেবারে ছিটকে পড়ে রাস্তার উপর। ভিডিওটি বেশ পুরনো। 

আরও পড়ুনঃসুশান্তের মৃত্যু নিয়ে ছেলেখেলা বন্ধ না হলে বিপদ, কমলকে সতর্ক করলেন মনোজ বাজপেয়ী

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার