পবিত্র রমজানের শুরুতে নেটদুনিয়ায় ট্রোল যশ, রেহাই পেল না একরত্তি শিশুটিও

Published : Apr 03, 2022, 02:00 PM ISTUpdated : Apr 03, 2022, 02:04 PM IST
পবিত্র রমজানের শুরুতে নেটদুনিয়ায় ট্রোল যশ, রেহাই পেল না একরত্তি শিশুটিও

সংক্ষিপ্ত

সোশ্যাল পোস্টে রমজান মাসের শুভেচ্ছা জানানোর সময় যশ মাথায় পরেছিলেন ফেজ টুপি। সেই সঙ্গে ক্যাপশনে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে ফেজ টুপি পরার জন্যই সোশ্যাল সাইটে তীব্র কটাক্ষ করা হয়েছে এই টলি তারকাকে। 

শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। এই গোটা ১ মাস জুড়ে মুসলিম ধর্মাবোলম্বীরা নিয়ম নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে থাকেন। আর এই রজজান মাসের শুভক্ষণে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। সোশ্য়াল সাইটে রমজান মাসের শুভেচ্ছা জানানোর পরই ট্রোল হলেন অভিনেতা। কিন্তু কেন..কোনো উৎসবের শুভেচ্ছা তো যে কোনও ধর্মের মানুষ একে অপরকে জানাতে পাারেন। তাহলে যশকে কেন নেটদুনিয়ায় কটাক্ষ করা হল... আসলে সোশ্যাল পোস্টে রমজান মাসের শুভেচ্ছা জানানোর সময় যশ মাথায় পরেছিলেন ফেজ টুপি। সেই সঙ্গে ক্যাপশনে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে ফেজ টুপি পরার জন্যই সোশ্যাল সাইটে তীব্র কটাক্ষ করা হয়েছে এই টলি তারকাকে। 

যশকে যখন রমজান মাসে ফেজ টুপি পরার জন্য কটাক্ষ করা হয়েছে তখন অন্যদিকে নেটিজেনরা একহাত নিয়ছেন যশের সঙ্গিনী নুসরতকেও। যশের পোস্ট করা ছবির নীচে কমেন্ট বক্সে নেটিজেনরা তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই যশের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, তিনি কী নিজের ধর্ম বদলে ফেলেছেন..মন্তব্য করা হয়েছে, পার্টনাার নুসরত জাহানের সঙ্গে কী নিজের ধর্মকে জলাঞ্জলি দিলেন যশ দাশগুপ্ত..সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরতকে নিয়ে মন্তব্য তো আছেই, ট্রোলের হাত থেকে রেহাই পেল না একরত্তি শিশুও। হ্যাঁ, মাত্র কয়েক মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। যার এখনও মুখের বুলি ফোটেনি তার তো ধর্মবোধ বা রমজান কোনও বিষয় স্বাভাবিকভাবে একপ্রকার নির্বোধই বলা চলে। তাকে নিয়েও ধর্মবিরোধী মন্তব্য করতে ছাড়েন নি নেটিজেনরা। 

আরও পড়ুন-বিমানবন্দরে চরম অন্তরঙ্গতা, গলা জড়িয়ে যশকে আদরে ভরিয়ে দিলেন নুসরত

আরও পড়ুন-যশের কাঁধে মাথা রেখে কোথায় চললেন নুসরত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

আরও পড়ুন-'যশরত'-এর ডে-আউট, হাতে হাত রেখে দরগায় টলিপাড়ার পাওয়ার কাপল

নুসরতের সন্তানকে মুসলিম হিসাবেই চিহ্নিত করা হয়। সেখানেও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, জন্মসুত্রে এক মুসলিম সন্তান কী করে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে যোগ দিচ্ছে! এই নিয়ে নুসরতকে যতবারই প্রশ্নের সন্মুখীন হতে হয়েছে তিনি কিন্তু একটাই কথা বারবার বলেছেন যে, সে ভগবানের সন্তান। এই নিয়েও বহু কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে রমজান মাসে যশকে যেমন নেটিজেনরা একহাত নিয়েছেন তেমনই অনেকে আবার তাঁর সোশ্যাল সাইটে রমজানের শুভেচ্ছা পোস্টের বদলে তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রমজান উপলক্ষ্যে নুসরতও তাঁর সোশ্যাল মিডিয়াা হ্যান্ডেলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আসলে রুপোলি দুনিয়ার তারকাদের নিয়ে ট্রোল করা আজকের দিনে নতুন কিছু নয়। বিভিন্ন সময় নানা কারনে ট্রোল হন সেলেবরা। আর তার প্রকৃষ্ট উদাহরণ হল, কিছুদিন আগে আজমের শরিফ গিয়েছিলেন টলিউডের পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। সেখানে গিয়ে তিনিও মাথায় ফেজ টুপি দিয়েছিলেন। সেক্ষেত্রেও কিন্তু দুদের শিশু ইউভানকে কটাক্ষ করতে দুবার ভাবেন নি নেটিজেনরা। অনেকটা সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল যশ ও তাঁর পুত্র সন্তানের ক্ষেত্রেও।

 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে