জাহ্নবীকে সঙ্গী করে বাওয়াল করতে আসছেন বরুণ, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা নতুন ছবির

Published : Mar 30, 2022, 02:32 PM ISTUpdated : Mar 30, 2022, 02:33 PM IST
জাহ্নবীকে সঙ্গী করে বাওয়াল করতে আসছেন বরুণ, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা নতুন ছবির

সংক্ষিপ্ত

বলি গসিপের শীর্ষে রয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। তারা দুজন যে জুটি বাঁধছেন, তা বহুদিন ধরেই খবরে। এবার শিলমোহর পড়ল সেই খবরে। প্রকাশ্যে এল ছবির কথা। সোশ্যাল সাইটে অভিনেত্রী ঘোষণা করলেন তাঁর ছবির কথা। 

অনেকদিন ধরেই বলি গসিপের শীর্ষে রয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। তারা দুজন যে জুটি বাঁধছেন, তা বহুদিন ধরেই খবরে। এবার শিলমোহর পড়ল সেই খবরে। প্রকাশ্যে এল ছবির কথা। সোশ্যাল সাইটে অভিনেত্রী ঘোষণা করলেন তাঁর ছবির কথা। 

ছবির নাম বাওয়াল। এবার রূপোলি পর্দায় জাহ্নবী কাপুর বাওয়াল দিতে আসছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। প্রকাশ্যে এসেছে ছবির একটি পোস্টার। যেখানে লেখা ছবির নাম। আর উল্লেখ করা রয়েছে ছবির মুক্তির দিন। নীতেশ তিওয়ারি ও সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবি মুক্তি পাবে আগামী বছর ৭ এপ্রিল।  

বাওয়াল ছবির গল্প প্রসঙ্গে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে, পরিচালকের নামের জায়গায় যখন রয়েছে নীতেশ তিওয়ারির নাম, তখন বোঝাই যাচ্ছে ছবিতে থাকছে চমক। বলি গুঞ্জন বলছে রোম্যান্স, অ্যাকশন, ড্রামা সবই থাকবে ছবিতে। এর আগে দঙ্গল, ছিঁছোড়ে, ভুলনাথ রিটার্স-এর মতো ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। এই সব ছবিতেই ছিল চমক। এবারও যে তার অন্যথা হবে না তা আশা করছেন সকলে। 
অন্যদিকে, ছবির দুই প্রধান চরিত্রে থাকছেন জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। এই প্রথমবার বরুণ আর জাহ্নবীকে দুটি বাঁধতে দেখা যাবে। এর আগে দুজনের একাধিক হিট ছবি দেখেছেন দর্শকেরা। প্রেম, কমেডি-সব রকম ছবিতেই কাজ করেছেন এরা। কিন্তু, এক সঙ্গে কতটা বাওয়াল করে এটাই এখন দেখার। ছবির নাম দেখে বোঝায যাচ্ছে অল্প হলেও থাকছে কমেডি দৃশ্য।

এদিকে শেষ কদিন ধরেই লাইম লাইটে আছেন জাহ্নবী কাপুর। সদ্য দিল্লিতে অনুষ্ঠিত হয় ল্যাকমে ফ্যাশন উইক। শেখানে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরকে। লাল রঙের লেহেঙ্গায় সকলের নজর কেড়েছিলেন তিনি। এমনিতেও মডেলিং দুনিয়ায় বেশ খ্যাত জাহ্নবী। প্রায়শই ডিজাইনের পোশাকে শো-তে হাজির হন তিনি। তাই এই ল্যাকমি ফ্যাশন শো-তে তিনি যে অংশ নিতে পারেন তা আন্দাজ করেছিল। পুলিত বালানা-র লেহেঙ্গায় হাঁটলেন জাহ্নবী। তারপর মনীশ মালহোত্রার পোশাকে দেখা যায় তাঁকে। সেই পোশাকে ফ্যাশন মঞ্চে হাঁটার পাশাপাশি ফোটোশ্যুট করেন তিনি। মাল্টি কালারের সিক্যোয়েন্স শার্ট ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। জাহ্নবীর এই লুক নজর কেড়েছিল সকলের। ডিজাইনারের পোশাকে তাঁর আকর্ষণীয় চেহারা সকলের নজর কাড়ে। সে যাই হোক, জাহ্নবী বরুণের সঙ্গে কী বাওয়াল করতে আসে এখন সেটাই দেখা।   

আরও পড়ুন- বুকে টেনে নিয়ে আদর থেকে চুম্বন, এটাই যে স্ত্রীকে শেষ স্পর্শ তা কি টের পেয়েছিলেন অভিষেক

আরও পড়ুন- যৌনমিলনের চরম মুহূর্তে কেমন পুরুষ পছন্দ মালাইকার, সেক্স লাইফ নিয়ে মুখ খুললেন অর্জুনের প্রেমিকা

আরও পড়ুন- নগ্ন শরীর, সারা গায়ে নিজের ছবি আটকে চরম ট্রোলড হলেন উরফি জাভেদ
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?