প্রথম ছবি মুক্তির দিনে বাবাকে প্রায় হারাতে বসেছিলেন, দুঃসহ সেই অভিজ্ঞতা শেয়ার করলেন রানি

  • 'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির
  • নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী
  • ছবি মুক্তির প্রথম দিন জীবনে ঘটেছিল বড় অঘটন
  • 'মরদানি' দিয়ে কামব্যাক

Asianet News Bangla | Published : Oct 20, 2019 12:27 PM IST / Updated: Oct 20 2019, 06:17 PM IST

অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব ফ্যানেদেরই কম-বেশি আগ্রহ রয়েছে। দূর থেকে যেই জিনিসগুলি দেখতে সুন্দর হয়, সেগুলি কাছ থেকে দেখতে অনেকসময় ফিকে লাগে। ঠিক তেমনই ফ্ল্যাশলাইটের ঝলকানি, গ্ল্যামার দুনিয়া, পাপারাৎজির ভিড় এই সবের বাইরেও তাদের ব্যক্তিগত জীবনেও পড়তে হয় নানান সমস্যায়। ঠিক তেমনই এক সমস্যায় পড়তে হয়েছিল বঙ্গ সুন্দরী রানি মুখোপাধ্যায়কে। জেনে নিন সেই ঘটনা।

'বিয়ের ফুল' বাংলা ছবি দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন রানি । তারপর 'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির। ভাঙা গলার স্বরই তাকে উচ্চতার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমাতে তিনি বাজিমাত করেছেন। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী।

আরও পড়ুন -সুইমিং পুলে উষ্ণ আদরে মেতেছেন ধক ধক গার্ল, মুহূর্তে ভাইরাল ছবি...

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানা গেছে,  প্রথম ছবি মুক্তির দিন অর্থাৎ সালটা ১৯৯৬। প্রথম দিনেই তার জীবনে ঘটেছিল একটা বড় অঘটন। রানি মুখোপাধ্যায়ের বাবা রাম মুখোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। একদিকে ছবি মুক্তির প্রথম দিন, অন্যদিকে বাবার অসুস্থতা সব মিলিয়ে জীবনে এক বিরাট জটিলতার মধ্যে দিয়ে সময় কেটেছে রানির।

তিনি জানিয়েছেন, 'ছবি মুক্তির প্রথম দিনই বাবার বাইপাস সার্জারি হয়েছিল। কিন্তু বাবা চেয়েছিল, ছবি মুক্তির পরে অস্ত্রোপচার করাতে। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ওইদিনই অস্ত্রোপচার করতে হয়েছিল। অপারেশনের পর বেশ অনেকটা সময় পর জ্ঞান ফেরে বাবার। আর জ্ঞান ফেরার পরেই বাবার প্রথম প্রশ্ন ছিল সিনেমা কেমন চলছে? দর্শকদের কেমন লাগছে?'

আরও পড়ুন-বাংলা ওয়েব সিরিজে নতুন চমক, সৌরভের পরিচালনায় ডেবিউ করছেন রজত কাপুর...

তারপরই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুইল চেয়ারে করে সোজা চলে যান মেয়ের ছবি দেখতে। আর মেয়ের প্রথম সিনেমায় দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের জল আটকাতে পারেনিন রাম। বাবার সেই প্রতিক্রিয়া জীবনে কোনওদিনও ভুলতে পারেনিন রানি। সেই ছবি রানির জীবনে বিরাট সাফল্য এনে দিয়েছিল। তারপর একের পর এক হিট তিনি  দিয়ে গেছেন ভক্তদের। ব্যক্তিগত কারণে দীর্ঘ একটি বিরতি নিয়েছিলেন রানি। বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। তারপর আবার 'মরদানি' দিয়ে কামব্যাক করেছেন রানি মুখোপাধ্যায়। বেশ সাহসীকতার সঙ্গেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন তিনি, শুধু তাই নয় ছবিটিতে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুন-গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে কী প্রতিক্রিয়া বলি তারকাদের, জানুন এক ক্লিকে...
 

Share this article
click me!