থ্রিলার থেকে ক্রিকেট, তবে কি মিতালির চরিত্রে তাপসী

Published : Nov 18, 2019, 12:25 PM IST
থ্রিলার থেকে ক্রিকেট, তবে কি মিতালির চরিত্রে তাপসী

সংক্ষিপ্ত

তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজের চরিত্রে দেখা যাবে তাপসীকে অমিতাভের সঙ্গে বদলা ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট যে কোনও চরিত্র সবেতেই তিনি সাবলীল  

তাপসী পান্নু । বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায়  তার নামটি  জ্বলজ্বল  করছে। অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে একটা  জায়গাটা পাকিয়ে নিয়েছেন। একের পর এক ছবিতে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেই চলেছেন তাপসী। তার ব্যতিক্রমী অভিনয় তাকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে। কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট কোনও চরিত্র- সবেতেই তিনি সাবলীল। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তাপসী। 

আরও পড়ুন-ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা 'কাহানি ঘর ঘর কী' -র জনপ্রিয় অভিনেত্রী, অভিযুক্ত জুনিয়র আর্টিস্ট...

সূত্র থেকে আরও জানা গেছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজের চরিত্রে দেখা যাবে তাপসীকে। এখনও পুরোপুরি  নিশ্চিত না হলে শোনা যাচ্ছে, ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবির শ্যুটিং। আর এই ছবিরই মুখ্য ভূমিকায় দেখা যাবে তাপসীকে।

আরও পড়ুন-ফের প্রতীমের ছবিতে পাওলি, পর্দায় আসতে চলেছে নয়া ট্যুইস্ট...

তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। তবে এইবারের চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং তাপসীর কাছে। কীভাবে একজন  মেয়ের অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখেন সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। এর আগেও পিঙ্ক ছবিতে নজর কাড়েন তিনি। তাছাড়াও অমিতাভের সঙ্গে বদলা ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?