ফের চর্চায় শেহনাজ ও খান পরিবারের সম্পর্ক, জর্জিয়ার সঙ্গে বন্ধুত্ব তুলল প্রশ্ন

Published : May 22, 2022, 12:54 PM ISTUpdated : May 22, 2022, 12:56 PM IST
ফের চর্চায় শেহনাজ ও খান পরিবারের সম্পর্ক, জর্জিয়ার সঙ্গে বন্ধুত্ব তুলল প্রশ্ন

সংক্ষিপ্ত

সদ্য শেহনাজ তাঁর জীবনের এক নতুন বন্ধুর জন্মদিন পালন করলেন। আর তার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি হলেন জর্জিয়া আন্দ্রিয়ানি। যিনি আরবাজ খানের প্রেমিক হিসেবেই সকলের কাছে পরিচিত। সদ্য তাঁরই জন্মদিন পার্টিতে হাজির ছিলেন শেহনাজ। শুধু তাই নয়, তাঁকে আলাদা করে কেক খাওয়া। সদ্য পোস্ট করা একটি ভিডিওতে জর্জিয়া ও শেহনাজের বন্ধুত্ব নজর কেড়েছে সকলের। 

বেশ কিছুদিন ধরে খবরে রয়েছেন পঞ্জাবের ক্যাটরিনা কইফ। সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক সকলের নজর কেড়েছে। বিগ বসের সদস্য থেকে সলমনের ছবিতে ডেবিউ করার সুযোগ পাওয়া কম কথা নয়। তারওপর সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্বও বেশ গাঢ় হয়েছে। তার প্রমাণ মিলেছে ইদের পার্টিতে।  ইদের পার্টিতে সলমনকে জড়িয়ে ধরা থেকে শুরু করে তাঁকে ঘিরে চলছে বিতর্ক। সলমনের পরিবারের সঙ্গে যে তার ঘনিষ্ঠতা বেড়েছে তা সকলেই বুঝে গিয়েছেন। এবার আরও একবার তা প্রমাণ হল সোশ্যাল মিডিয়া পোস্টে। 

সদ্য শেহনাজ তাঁর জীবনের এক নতুন বন্ধুর জন্মদিন পালন করলেন। আর তার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি হলেন জর্জিয়া আন্দ্রিয়ানি। যিনি আরবাজ খানের প্রেমিক হিসেবেই সকলের কাছে পরিচিত। সদ্য তাঁরই জন্মদিন পার্টিতে হাজির ছিলেন শেহনাজ। শুধু তাই নয়, তাঁকে আলাদা করে কেক খাওয়া। সদ্য পোস্ট করা একটি ভিডিওতে জর্জিয়া ও শেহনাজের বন্ধুত্ব নজর কেড়েছে সকলের। 

এবছর ইদের দিন খান পরিবারের পার্টি ছিল অর্পিতা খান শর্মার বাড়িতে। সেখানেই উপস্থিত হন শেহনাজ গিল। সেই পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সলমনের সঙ্গে তাঁর যে ভালো সম্পর্ক তা সকলেরই জানা। বিগ বসের ঘরে সলমন ও পঞ্জাবের ক্যাটরিনা কইফের সম্পর্কের ঝলক সকলেই দেখেছেন। ভিডিও-তে দেখা গিয়েছিল পার্টিতে সলমনকে জড়িয়ে ধরেছেন শেহনাজ। এরপরই সেই ভিডিও দেখে উঠেছে প্রশ্ন। কেউ প্রশ্ন তুলেছেন, সে কি পুরো সময় মাতাল ছিল? আবার কেউ প্রশ্ন করেছেন এটি সাধারণ শেহনাজ নয়? তার সঙ্গে কী ঘটেছিল? অন্য একজন বলেন, সে সলমনকে এভাবে আঁকড়ে ধরছে কেন? আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, শেহনাজকে দেখুন, তিনি সলমনের চেয়ে বেশি অস্বস্তিকর দেখাচ্ছে। 

সে যাই হোক, বর্তমানে নতুন করে নিজের জীবন শুরু করেছেন শেহনাজ। প্রতি মুহূর্তে নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। তখন ভাইজান তাঁকে খুব সাপোর্ট করেন। বর্তমানে তাঁর কেরিয়ারের অগ্রগতিতেও সাহায্য করেছেন। ভাইজানের ছবি দিয়ে ডেবিউ করবেন শেহনাজ। ছবির নাম কভি ইদ কভি দিওয়ালি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক। যেখানে দেখা যায়, ভাইজানের মাথায় এক মাথা ঝাঁকড়া চুল। চোখে কালো সানগ্লাস। হাতে লোহার রড। পরনে কালো গেঞ্জি ও কালো জ্যাকেট। হাত এমন ভাবে রাখা তাতে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। এক ঝলক দেখলে তাঁকে চেনা দায়। কিন্তু, হাতের ব্রেসলেট বলে দিচ্ছে তিনিই ভাইজান। 

আরও পড়ুন- 'তু চল মমতা', মুখ্যমন্ত্রী মমতার জীবন এবার মিউজিক ভিডিওর বিষয়

আরও পড়ুন- সত্যজিতের বিমলাকে ছাঁপিয়ে গেলেন আরতি, 'বেলাশুরু'-তে নবরূপে ইতিহাস গড়লেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন- অনাবৃত উরুতে যৌবনাসিক্ত শ্রাবন্তী ,সুপারহট হাই থাই স্লিটে 'সেনোরিটা'-কে নোংরা কটাক্ষ নেটিজেনদের

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে