সংক্ষিপ্ত
টিভির পর্দা থেকে খবরের কাগজে চোখ রাখলেই ধর্ষণের খবর। কিছুদিন আগেই ধর্ষণের মামলা দায়ের হয়েছিল বিশিষ্ট মালায়ালম অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের মামলা দায়ের হতেই শোরগোল পড়ে গিয়েছিল। শুধু তাই নয় তদন্তে নেমে দক্ষিণী অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে আশালীন আচরণেরও অভিযোগ উঠে এসেছিল। জানা গিয়েছে, মদ্যপান করে বেশ কিছু মহিলাকে যৌন হেনস্তাও করেছিল বিজয় বাবু। কোচির পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু অনুমান করেছেন, বেগতিক বুঝেই নাকি অন্য দেশে পালিয়ে গিয়েছিলেন বিজয়। এবার অভিনেতার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তার ভিসাও এবার বাতিল হওয়ার পথে।
টিভির পর্দা থেকে খবরের কাগজে চোখ রাখলেই ধর্ষণের খবর। কিছুদিন আগেই ধর্ষণের মামলা দায়ের হয়েছিল বিশিষ্ট মালায়ালম অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের মামলা দায়ের হতেই শোরগোল পড়ে গিয়েছিল। শুধু তাই নয় তদন্তে নেমে দক্ষিণী অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে আশালীন আচরণেরও অভিযোগ উঠে এসেছিল। জানা গিয়েছে, মদ্যপান করে বেশ কিছু মহিলাকে যৌন হেনস্তাও করেছিল বিজয় বাবু। কোচির পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু অনুমান করেছেন, বেগতিক বুঝেই নাকি অন্য দেশে পালিয়ে গিয়েছিলেন বিজয়। এবার অভিনেতার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তার ভিসাও এবার বাতিল হওয়ার পথে।
কোঝিকোড়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মালায়ালম অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর্নাকুলাম দক্ষিণ থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। সূত্র থেকে জানা গেছে, অভিযোগে জানানো হয়েছে সিনেমায় অভিনয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই লাগাতার তাকে ধর্ষণ করেছে বিজয় বাবু। এবং দিনের পর দিন লাগাতার ভাবে মানসিক নির্যাতনও করা হয়েছে। সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ফ্ল্যাটে চলত অকথ্য অত্যাচার। শেষমেষ ২২ এপ্রিল নির্যাতিতা বিজয় বাবুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তা নিয়ে চলছে তদন্ত। বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে নেটদুনিয়া। দাবানলের মতো ধর্ষণের খবর ছড়িয়ে পড়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজয় বাবু। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই কেরল পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিন্তু বিজয় এখনও অধরা। সম্ভবত আরব আমিরশাহিতে চলে গিয়েছেন বিজয়, তেমনটাই সন্দেহ করা হচ্ছে। তবে যদি ২৪-শে মের মধ্যে পাসপোর্ট অফিসারের কাছে তিনি ধরা না দেন তাহলে বিজয়ের বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিস দায়ের করা হতে পারে বলে জানিয়েছে কেরল প্রশাসন। কে এই বিজয়বাবু? তার পরিচয় জানতে অনেকেই মুখিয়ে রয়েছেন। বিজয় বাবু হলেন একজন মালায়ালমঅ ভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা। তিনি ফ্রাইডে ফিল্ম হাউসের প্রতিষ্ঠাতা। একাধিক জনপ্রিয় চলচ্চিত্র আদু, হোম, বাবুকে পেরুচাজি, ছবিতে অভিনয় করেছেন। এবং তিনি ফিলিপস অ্যান্ড দ্য মাঙ্কি পেন -এর জন্য সেরা শিশু চলচ্চিত্র প্রযোজর হিসেবে কেরালা রাজ্য চলচ্চিজ্ঞ পুরস্কার পেয়েছেন। এবার ধর্ষণের মামলায় তার নাম জড়াতেই জোর জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন-লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত
আরও পড়ুন-ঠান্ডা মাথায় ছক কষেই কি পল্লবীকে খুন করেছে সাগ্নিক? গভীর রাতের জেরায় উঠে এল নয়া তথ্য