পত্রলেখা বসু চন্দ্র, পূর্ব বর্ধমান-রেশনের চালে পোকা। এছাড়াও অন্যান্য সামগ্রী নিম্নমানের দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে। প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রেশনে মাঝ মধ্য়েই নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা।
আরও পড়ুন-জল থই থই হাসপাতাল, রোগীর বেডের তলায় জল, চাঞ্চল্যকর ছবি পূর্ব মেদিনীপুরে
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাতারের বামশোর গ্রামে। জানাগেছে, করোনা আবহের মধ্য়ে এদিন রেশন সামগ্রী নিতে এলাকার রেশন ডিলারের কাছে গিয়েছিলেন গ্রামবাসীরা। রেশন নেওয়ার পর দেখেন চালে পোকা রয়েছে। পাশাপাশি, যেসব রেশন সামগ্রী তাঁদের দেওয়া হয়েছে তা অতন্ত নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীদের। এরই প্রতিবাদে সরব হন তাঁরা রেশন না নিয়েই কেউ কেউ বাড়ি ফিরে যান।
আরও পড়ুন-করোনার থাবায় উধাও বিনোদন, কাজ হারানোর আশঙ্কায় অ্য়াকোয়াটিকার ১০০ শ্রমিক
গ্রামবাসীদের দাবি, রেশনে আগে মিনিকেট চাল দেওয়া হত। কিন্তু করোনা আবহে তাঁদের নিম্নমানের চাল দেওয়া হচ্ছে। খারাপ চাল পাল্টে ভাল চাল দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা।
আরও পড়ুন-রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি, জলবন্দি অবস্থায় স্থানীয় বাসিন্দারা
অন্যদিকে, রেশন ডিলার কলিমুর রহমান জানান, সরকারিভাবে এই চাল আমরা পেয়েছি। গ্রামবাসীদের বিতরণের সময় চালে পোকা দেখতে পাওয়া যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।