Gold Price Today - ভাইফোঁটার দিনও চড়চড়িয়ে বাড়ল সোনার দাম, পাল্লা দিয়ে দর হাকাচ্ছে রূপো

ধনতেরাস হোক কিংবা দিওয়ালি-ভাইফোঁটা উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা  যেন একলাফে অনেকটাই বেড়ে যায় বাঙালি থেকে অবাঙালিদের। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই।শনিবার ভাইফোঁটার দিনও ফের ভারতীয় বাজারে দাম বেড়েছে সোনার। ভাইফোঁটার  দিন ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা অনুষ্ঠান হয়। নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। দীপাবলির সারি-সারি প্রদীপের আলোকে স্বর্গের দেবতাকে মর্তের কুটিরে বরণ করে নেওয়ার উৎসব। এর অন্যতম একটি রীতি হল ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা (Bhai Phota 2021 ) । বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বন। সারা বছর ধরেই যেন উৎসবের আনন্দে মেতে ওঠে বাঙালিরা। বাঙালিদের  গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম উৎসব হল ভাইফোঁটা (Bhai Phota 2021 )। দীপাবলির একদিন পরেই আসে ভাইফোঁটা (Bhai Phota 2021 )। সারা বছর ধরে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষায় বসে থাকে ভাই-বোনেরা। সারা বছরের খুনসুটিগুলি জমা হয়ে থাকে এই একটা মাত্র দিনের জন্য। ভাইয়ের মঙ্গল কামনায় সকাল থেকে উপোস করে  ভাইকে ফোঁটা দেওয়া, খাওয়া-দাওয়া , জমাটি আড্ডা,  হৈ-হুল্লোড়ে কাটে এই পবিত্র উৎসব।

 

Latest Videos

আরও পড়ুন-Bhai Phota 2021 : ভাইফোঁটার দিন কেন ভাইদের কপালে দেওয়া হয় চন্দন-কাজল-দইয়ের ফোঁটা, জেনে নিন আসল কারণ

আরও পড়ুন-LIC Policy : এলআইসি-র এই পলিসিতে ইনভেস্ট করলেই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে

আরও পড়ুন-Skin Care: ট্যান দূর করতে মেনে চলুন হানসিকার টোটকা, জেনে নিন কী করেন নায়িকা

 

ধনতেরাস হোক কিংবা দিওয়ালি-ভাইফোঁটা (Bhai Phota 2021 ) উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা  যেন একলাফে অনেকটাই বেড়ে যায় বাঙালি থেকে অবাঙালিদের। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই। দুর্গাপুজোর সময় থেকেই উৎসবে মাতোয়ারা বাঙালির সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। তবে দিওয়ালি (Diwali 2021) কিংবা ধনতেরাসের সময় তা কেনার ধুম যেন কয়েকগুণ বেড়ে যায়। তবে ভাইফোঁটার দিনও (Bhai Phota 2021 ) সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। কারণ ভাই-বোনেদের উপহার দেওয়ার একটা বিশেষ চমক থাকে এই ভাইফোঁটায়। দিওয়ালির সময়টাতে সোনা কেনা শুভ বলেই মানা হয়।সেই চল দীর্ঘদিন ধরেই চলে আসছে। দীপাবলির দিন থেকে পরপর ২ দিন সোনার দাম অনেকটাই কমেছিল। তবে ফের দিওয়ালির দিনই একলাফে দাম বেড়েছে সোনার (Gold Price)।   গত শুক্রবারের মতো শনিবার ভাইফোঁটার দিনও (Bhai Phota 2021 ) ফের ভারতীয় বাজারে দাম বেড়েছে সোনার। এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম বেড়ে ১.২৭ শতাংশ বেড়েছে। গত সেশনেও ১০ গ্রাম সোনার দাম ১.৫১ শতাংশ বেড়েছিল। ভাইফোঁটার  দিন ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

 

 

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দাম ফের বাড়ল।  গত বছর আগস্টে ১০ গ্রাম সোনার দামের উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। এবার রেকর্ড দরের চেয়ে ৮৫০০ টাকার মতোন কম আছে সোনা (Gold Price hike) । ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৬, ৫৬০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,২৬০ টাকা। যা গতকালের তুলনায় বেড়েছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় ভাইফোঁটায় সোনা ও রূপোর চাহিদা বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়া গতবারের তুলনায় ধনতেরাসে সোনার দাম চাহিদাও বেড়েছে। এবার ভাইফোঁটার দিনও (Bhai Phota 2021 )সোনা বিক্রি বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে সোনার দাম বাড়ায় চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের। সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও (Silver Price) । তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর। সোনার  (Gold Price) থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price Hike)আজকের দাম ৬৪,৪০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today