খারাপ সময় আসছে! বিনিয়োগ করুন এখন থেকেই, বিনিয়োগে বসতে লক্ষ্মী- পর্ব ৬

খারাপ সময় আসছে! বিনিয়োগ করুন এখন থেকেই, বিনিয়োগে বসতে লক্ষ্মী- পর্ব ৬

Published : May 12, 2025, 07:47 PM IST

বিনিয়োগ তো করবেন, কিন্তু কতটা বিনিয়োগ করবেন সেটা জানেন? অনেকেই ভাবেন, করতে পারি কিন্তু কেন করব? এই কেন-র উত্তর খোঁজাও জরুরি।

বিনিয়োগ তো করবেন, কিন্তু কতটা বিনিয়োগ করবেন সেটা জানেন? অনেকেই ভাবেন, করতে পারি কিন্তু কেন করব? এই কেন-র উত্তর খোঁজাও জরুরি। বিনিয়োগের প্রধান উদ্দেশ্য আর্থিকভাবে ভবিষ্যতে বিনিয়োগকারীকে স্বাবলম্বী করা। কিন্তু সেই ভবিষ্যতের সময়কাল কতটা? সেটা জানাও জরুরি। প্রত্যেক মানুষের যেমন শরীরের মাপ অনুযায়ী পোশাক পরতে হয়, ঠিক তেমনই প্রত্যেকে প্রয়োজন ভিন্ন, তাই বিনিয়োগের ধরন এবং বিনিয়োগের পরিমাণও ভিন্ন হতে পারে। কিন্তু একটি জিনিস কখনও পরিবর্তন হবে না, সেটা হল দীর্ঘ দিন ধরে বিনিয়োগ করে যাওয়া। বিনিয়োগে বসতে লক্ষ্মী-র ষষ্ঠ পর্বে আমরা এটা নিয়েই আলোচনা করব।

27:09Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩
26:17ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
23:33সম্পদে ধনী! অর্থে টানাটানি? বিরাট বিপদে প্রবীণ এবং নব্য নাগরিক, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-৩১
20:22মূলধনের কত অংশ কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-৩০
20:19Share Market: শেয়ার বাজারের সূচক কি শুধু বাড়তেই থাকবে? কেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৯
25:43সোনা না রুপো, কোথায় বিনিয়োগে হবে লাভ? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৮
26:19বিনিয়োগের পর ধৈর্য হারালেই বিপদ! হতে পারে বড় ক্ষতি, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৭
27:50বিনিয়োগের আগে Risk Profiling ভীষণ গুরুত্বপূর্ণ! না হলে বিপদ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৬
25:44Systematic Deployment Plan: বিনিয়োগের রিটার্ন বাড়াতে পারে অনেক গুণ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৫
22:48ঝুঁকি কম, রিটার্নও ভালো! সোনার পাথরবাটিও কিনতে পারে পরিকল্পিত বিনিয়োগ, বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৪