বিনিয়োগে ধৈর্য্য রাখা খুব জরুরি, দেখুন কী বলছেন আর্থিক উপদেষ্টা কৌশিক ঘোষ

বিনিয়োগে ধৈর্য্য রাখা খুব জরুরি, দেখুন কী বলছেন আর্থিক উপদেষ্টা কৌশিক ঘোষ

Published : Apr 07, 2025, 07:58 PM ISTUpdated : Apr 07, 2025, 08:47 PM IST

কথায় আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু আজকের দিনে শুধুমাত্র বাণিজ্য করলেই হবে না, তার সঙ্গে সেই বাণিজ্য বজায় রাখার জন্য করতে হবে বিনিয়োগ-ও।

কথায় আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু আজকের দিনে শুধুমাত্র বাণিজ্য করলেই হবে না, তার সঙ্গে সেই বাণিজ্য বজায় রাখার জন্য করতে হবে বিনিয়োগ-ও। বিনিয়োগ শব্দটা শুনলে অনেকের মাথায় অনেক কিছু আসে। কেউ পুরাতনী প্রথায় ভরসা রাখেন। কেউ বা নৌকো ভাসান শেয়ার বাজারের সমুদ্রে। কোনটা ভালো, কোনটা খারাপ তা নিয়ে বিস্তর তর্ক হতে পারে। আমরা ভালো বা খারাপ কিছুই বলব না। শুধু দেখিয়ে দেব সোজা পথ, যাতে আপনার বিনিয়োগ করা মূলধন বহুগুন হয়ে ফেরত আসে আপনার পুঁজি হয়ে। বিনিয়োগই হয়ে উঠুক আপনার ভবিষ্যতের পাথেয় যাতে আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন। প্রতি সপ্তাহে নজর রাখুন এশিয়ানেট নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে। কারণ আমরা বলছি, বিনিয়োগে বসতে লক্ষ্মী।

27:09Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩
26:17ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
23:33সম্পদে ধনী! অর্থে টানাটানি? বিরাট বিপদে প্রবীণ এবং নব্য নাগরিক, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-৩১
20:22মূলধনের কত অংশ কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-৩০
20:19Share Market: শেয়ার বাজারের সূচক কি শুধু বাড়তেই থাকবে? কেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৯
25:43সোনা না রুপো, কোথায় বিনিয়োগে হবে লাভ? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৮
26:19বিনিয়োগের পর ধৈর্য হারালেই বিপদ! হতে পারে বড় ক্ষতি, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৭
27:50বিনিয়োগের আগে Risk Profiling ভীষণ গুরুত্বপূর্ণ! না হলে বিপদ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৬
25:44Systematic Deployment Plan: বিনিয়োগের রিটার্ন বাড়াতে পারে অনেক গুণ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৫
22:48ঝুঁকি কম, রিটার্নও ভালো! সোনার পাথরবাটিও কিনতে পারে পরিকল্পিত বিনিয়োগ, বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৪