মিলছে স্বস্তি, সংক্রমণ কমে গত ২৪ ঘণ্টায় এক লক্ষ, মৃত্যু আড়াই হাজার

Published : Jun 07, 2021, 11:55 AM IST
মিলছে স্বস্তি, সংক্রমণ কমে গত ২৪ ঘণ্টায় এক লক্ষ, মৃত্যু আড়াই হাজার

সংক্ষিপ্ত

ভারতে কমছে সংক্রমণ করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এক লক্ষ কমছে না মৃত্যুর হার  কোন পর্যায় দাঁড়িয়ে ভারত 

গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের সংখ্যা চার লক্ষের গণ্ডি পেরিয়েছিল। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস কেড়েছিল সাধারণ মানুষের রাতে ঘুম। সেই পরিস্থিতিতেই কীভাবে সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে রাত-দিন এক করে বিভিন্ন মহলে চলছিল পর্যালোচনা। বেশ কয়েকটি রাজ্য বেছে নিয়েছিল লকডাউনের রাস্তা। মিলছিল না পরিষেবা, মিলছিল না অক্সিজেন, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ঘুম উড়েছিল ডাক্তারদেরও। তবে বর্তমানে সেই সংখ্যা ক্রমেই নিম্নমুখী। 

আরও পড়ুন- সোমবার থেকেই শিশুদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু, পাটনার পর এবার দিল্লি AIIMS-এ 

এক ধাক্কায় সংক্রমণ কয়েকদিনের মধ্যেই উঠে গিয়েছিল চার লক্ষের কাছে। দৈনিক সংক্রমণের সেই হারই ছিল ভারতের বুকে করোনায় দ্বিতীয় ঢেউয়ের পিক। বর্তমানে তা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে এক লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা- ১ লক্ষ ৬৩৬ জন। টানা এক দুই মাস পর তা আবার এক লক্ষের কাছে। তবে কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘম্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪২৭ জন।

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনের। তবে সংখ্যা কমেও নেই স্বস্তি। এখন থেকেই জারি তৃতীয় ঢেউয়ের ভয়। তা নিয়ে নানা তথ্য সামনে উঠে আসতে দেখা যাচ্ছে বর্তমানে। তার আগে ভ্যাকসিনের দিকে কড়া নজর দিয়েছে কেন্দ্র থেকে রাজ্য, যথা সম্ভব ভ্যাকসিন সময় মত মানুষকে দেওয়া যায়, সেই চেষ্টাই বর্তমান। অধিকাংশ জায়গাতেই লকডাউন উঠে গিয়েছে, চলছে আনলক পর্ব। 

PREV
click me!

Recommended Stories

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ