নির্ধারিত সময়ই আসবে বর্ষা। প্রায় গোটা দেশেই স্বাভাবিক বর্ষা হবে। জানিয়েছে ভারতেরআবহাওয়া অধিদফতর। একই সঙ্গে জানিয়েছে কেরলে নির্দিষ্ট সময় অর্থাৎ পয়লা জুনই বর্ষা আসতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণে ত্রস্ত গোটা দেশ। এই অবস্থায় অনেকেই মনে করছেন প্রবল বৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে জীবানু। তাই অনেকেই বর্ষার প্রতীক্ষায় দিন গুনছে। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে গোটা দেশেই স্বাভাবিক বৃষ্টি হবে। গোটা দেশের মোট বৃষ্টির ৭০ শতাংশই হয় মৌসুমী বায়ুর প্রভাবে। এবারই তাই হবে। করোনাভাইরাসের সংক্রমণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তারই মধ্যে নির্ধারিত সময়ে বর্ষা আসার খবর অনেকটাই স্বস্তি দিয়েছে কৃষকদের মধ্যে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় একশো শতাংশ বৃষ্টি হবে বলেই মনে করেন আবহাওয়াবিদরা।