Covid Vaccine: মোদীর জন্মদিনে রেকর্ড টিকা দেওয়ার সিদ্ধান্তে কটাক্ষের মুখে বিজেপি

প্রধানমন্ত্রীর ৭১-এ পা।  প্রশাসক হিসাবে ২০ বছর নরেন্দ্র মোদীর। ১৭ই সেপ্টেম্বর মোদির জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত বিজেপির। মোদীর জন্মদিনে রেকর্ড টিকাকরন। 
 

Riya Dey | Published : Sep 11, 2021 7:13 AM IST

করোনার তৃতীয় ঢেউ নিয়ে বেশ চিন্তিত কেন্দ্রীয় সরকার। দেশে ইতিমধ্যেই ৭৩ কোটির বেশি মানুষ পেয়েছেন করোনা টিকা। আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ বছরে পা। এবার ঐ দিনটিকে স্মরণীয় করার সিদ্ধান্ত কেন্দ্রের। লক্ষ মোদীর জন্মদিনে রেকর্ড সংখ্যক টিকাকরণ। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে দলের লক্ষ্যই হল, যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে করোনা টিকা দেওয়া। ঐ দিন যাতে রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়, সেইদিকে লক্ষ্য রাখবে দল। বিজেপি সূত্রের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশের টিকাকরণ প্রক্রিয়া এক দূরন্ত মাত্রা ছুঁয়েছে। তাই তাঁর জন্মদিনে রেকর্ড মাত্রায় টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে দল। 

আরও পড়ুন- COVID 19: বাংলায় দৈনিত সংক্রমণ ফের ৮০০ ছুঁইছুঁই, কোভিডে মৃত্যুতে শীর্ষে কলকাতা

বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধী শিবির। তাদের দাবি করোনা তৃতীয় ঢেউ এই মুহূর্তে দেশের দুয়ারে কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে জোট দ্রুত সম্ভব অধিক সংখ্যক মানুষকে টিকাকরণ করানো উচিত। যেখানে এক দিন আগে টিকা দিতে পারলে সংক্রমণের গতিতে রাশ টানা সম্ভব সেখানে রেকর্ড টিকাকরণ প্রক্রিয়ার লক্ষ্যে একটি নির্দিষ্ট জন্য বসে থাকার কী প্রয়োজন? যদি আগাম পরিকল্পনা থেকে  থাকে তাঁর মানে কি কেন্দ্রের আছে টিকা আছে সঠিক মাত্রায় দেওয়া হচ্ছে না? এমনটাই প্রশ্ন তুলেছেন বিরোধী শিবিরের একাংশ। 

আরও পড়ুন- করোনার তৃতীয় তরঙ্গের আগেই দেশের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর, প্রধানমন্ত্রী মোদী খোঁজ নিলেন টিকা কর্মসূচিরও

অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন এবং প্রশাসক হিসাবে ২০ বছর পূর্তি হিসাবে এক দিন নয় টানা তিন সপ্তাহ ধরে মোদীর জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর জীবন তুলে ধরতে থাকছে দেশ জুড়ে প্রদর্শনীর ব্যবস্থা করতে চলেছে দল। বিতরণ করা হবে পাঁচ কোটি পোস্টকার্ড যেখানে তুলে ধরা হবে মোদী সরকারের সাফল্যের খতিয়ান। করোনাকালে মোদী সরকার কীভাবে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন তা স্মরণ করিয়ে দিতে রেশন দোকানগুলির সামনে দেওয়া হবে মোদীর মুখের ছবি লাগানো ১৪ কোটি থলি। 

আরও পড়ুন- Coronavirus: টিকাকর্মসূচিতে বিদেশি রাষ্ট্রগুলিকে টক্কর, আমেরিকাকে পিছনে ফেলল উত্তর প্রদেশ

এক্ষেত্রে ও কটাক্ষ করতে পিছ পা হয় নি বিরোধীরা।  তাঁদের দাবি যেখানে দেশের অর্থনৈতিক সমস্যা, বেকারত্বের সমস্যা চরমে, আসন্ন করোনার তৃতীয় তরঙ্গ সেখানে দাঁড়িয়ে জন্মদিন নিয়ে এত প্রচার এত জাঁকজমক। গোটা বিষয়টিকেই  'লোকদেখানো'-র তকমা দিয়েছেন বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর জন্মদিন সংক্রান্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চার সদস্যের একটি দল বানিয়েছে বিজেপি। দলের সদস্যরা হলেন কৈলাস বিজয়বর্গীয়, ডি পুরন্দেশ্বরী, বিনোদ সোনকার ও রাজকুমার চাহার। দলীয় সূত্রের খবর, ১৭ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে জনসেবা বিষয়টি নিয়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান হবে। যাতে বক্তব্য রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবকেরা। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির কটাক্ষ করে বলেছেন 'একদিকে দেশের মানুষ চাকরি হারিয়ে পিটার জ্বালায় ভুগছে আর এক দিকে দেশের প্রধানমন্ত্রী জন্মদিন পালনে ব্যস্ত।'

আরও দেখুন-'কাজ পেলে আবার যেতে চাই আফগানিস্তানে, তবে তালিবান ডাকলে যাব না', দেশে ফিরে জানালেন জয়ন্ত

BJP district secretary attacks CM due to making Durga idols like Mamata Banerjee RTB

Share this article
click me!