সোমবার বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী নতুন করে কী ঘোষণা করেন, সেদিকে নজর রয়েছে সবার। প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে এই তথ্য জানানো হয়।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য লকডাউন পর্ব কাটিয়ে আনলক পর্যায় শুরু করেছে। দেশের করোনা সংক্রমণের গ্রাফও নীচের দিকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বার্তা বেশ গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে নতুন করে কোনও নিয়ম বা নির্দেশিকা জারি করা হয় কীনা, তা জানাতে পারেন প্রধানমন্ত্রী।