বিশ্বকাপের মধ্যেই ফের নারীঘটিত বিতর্কে শামি! অযাচিত মেসেজ পাঠানোর অভিযোগ

  • ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর সেমিফাইনালে প্রথম দলে সুযোগ পেলেন না
  • আবার একই দিনে ফের এক নারীঘটিত বিতর্কে জড়ালেন মহম্মদ শামি
  • জনৈক মহিলা তাঁর বিরুদ্ধে অযাচিত মেসেজ পাঠানোর অভিযোগ করলেন
  • ভাইরাল হল মহিলার পোস্ট করা স্ক্রিনশট

 

৯ জুলাই, মঙ্গলবার দিনটা মহম্মদ শামির ভাল গেল না। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বারতের প্রথম একাদশে মিলল না সুযোগ। তাই নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করলেন বটে। কিন্তু আবার একই দিনে নতুন করে এক নারীঘটিত বিতর্কে জড়ালেন বাংলার এই পেসার।

এদিন সোফিয়া নামের জনৈক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইল স্ক্রিনশট শেয়ার করেন। সঙ্গে লেখেন, ১৪ লক্ষ ফলোয়ার থাকা এই ক্রিকেটারটি তাঁকতে আযাচিতভাবে মেসেজ করছেন। এঁকে কেউ চেনেন কিনা। এই স্ক্রিনশটে দেখা গিয়েছে শামি ওই মহিলাকে 'গুড আফটারনুন' বলেছেন।

Latest Videos

মুহূর্তের মধ্যে ওই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ শামিকে সমর্থন করে বলছেন, ওই মহিলা এইভাবে লাইমলাইটে আসতে চাইছেন। আবার অন্য পক্ষ শামির স্ত্রীর সঙ্গে বিবাদের প্রসঙ্গ তুলেছেন।

আরও পড়ুন - চোট, নাকি মুসলিম বলে! কী কারণে সেমিতে বাদ শামি, ক্ষোভের নিশানায় কোহলি-বিসিসিআই

আরও পড়ুন - বোলিং-এর সচিন, তারপরেও বারবার বঞ্চিত শামি - ক্ষুব্ধ ভক্তকূল

আরও পড়ুন - মাঠে আগুন ছোটাচ্ছেন শামি, হাসিন বলছেন 'বেহায়া', 'নির্লজ্জ'

শামির বিরুদ্ধে গত বছর তাঁর স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিয়োগ এনেছিলেন। এছাড়া ম্যাচ গড়াপেটায় জড়িত থাকতে পারেন, এমন গুরুতর দাবিও করেন হাসিন। বিশ্বকাপে অবশ্য শামি ২২ গজে রীতিমতো আগুন জড়াচ্ছেন। সপ্তাহ খানেক আগে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর শামি বহু মহিলার সঙ্গে টিকটক করেন বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী।  

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari